চরিত্রে নেই একফোঁটা ন্যাকামি! অনবদ্য সুন্দর অভিনয়ে নেটপাড়ায় প্রশংসিত মেয়েবেলার ‘টিকলি’

ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীরাই কী শুধু জনপ্রিয় হয়? এই প্রশ্নের উত্তরে বলা যায়, এটা সঠিক নয়। কারণ বর্তমান সময়ে প্রত্যেক ধারাবাহিকেই দেখা যায় সব পার্শ্ব

Saranna

netizen amazed by meyebela serial tikli's character

ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীরাই কী শুধু জনপ্রিয় হয়? এই প্রশ্নের উত্তরে বলা যায়, এটা সঠিক নয়। কারণ বর্তমান সময়ে প্রত্যেক ধারাবাহিকেই দেখা যায় সব পার্শ্ব চরিত্রের একটা করে কাহিনী আছে। আর তাই সব পার্শ্বচরিত্রই গুরুত্বপূর্ণ। পাশাপাশি, তাঁদের অভিনয় দক্ষতাও দর্শকদের প্রতিফলিত করে । তাঁরাও সকল দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এরকমই একটা পার্শ্ব চরিত্র হল, টিকলি।

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (Meyebela)। এই ধারাবাহিক সকলের মনেই জায়গা করে নিয়েছে। একটা অন্য ধারার ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে মৌয়ের চরিত্রে দেখা যায় স্বীকৃতি মজুমদারকে, নির্ঝরের ভূমিকায় দেখা যায় অর্পণ ঘোষালকে এবং বীথির চরিত্রে দেখা যায় সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ।

netizen amazed by meyebela serial tikli character's acting

এই চরিত্র ছাড়াও রয়েছে আরও অনেক চরিত্র। তার মধ্যে একটি চরিত্র হল টিকলির চরিত্র। এই চরিত্রের অভিনয় দেখে দর্শকরা কেঁদে ফেলছেন। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী টিকলি মাত্র ৭ বছর বয়সে শিশু নির্যাতনের শিকার হয়, তার পিসিমশাই এর কাছ থেকে। হোলির দিনে এই ঘটনা ঘটে। আর তাই হোলির দিন টিকলির কাছে অন্ধকারময় দিন।

কিন্তু মৌ চ্যালেঞ্জ নেয় তাঁকে এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার । আর তার জন্য দুজনেই লড়াই করছে। টিকলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya)। তাঁর চরিত্র সকল দর্শককে বেশ মুগ্ধ করেছে। আর তাই এই চরিত্রটি বেশ প্রশংসা পাচ্ছে সকলের কাছে। এক অনুরাগী তাই বলছেন, ‘কী স্পর্শকাতর একটা টপিক চলছে বর্তমানে মেয়েবেলাতে।

netizen amazed by meyebela serial tikli's acting

একটা মেয়ে মাত্র ছয় বছর বয়সে নিজের পরিচিত মানুষের কাছ থেকে মলেস্টের শিকার হয়েছিল যেই ট্রমা বিশ বছর করে তাকে তাড়া করে বেড়ায়। এর উপর মেয়েটার একটার পর একটা বিয়ে ভেঙ্গে যায়। কতো কষ্টকর একটা চরিত্র। আর টিকলি চরিত্রে অভিনয় করা মেয়েটার অভিনয় ও ভীষণ সাবলীল। কোন নেকামো অতিরঞ্জিত নেই। ভীষন ভালো লেগেছে চরিত্র টাকে’।

উল্লেখ্য, টিকলির চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন শ্রেয়া ভট্টাচার্য। এটাই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক। ওয়েব সিরিজ দিয়ে শুরু হয় অভিনয়ের পথচলা। অনেক ছবি এবং সিরিজে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল , কৃশানু কৃশানু (২০১৯), ব্যোমকেশ (২০২০), গাঙ্গুলীস ওয়েডস গুহুস (২০২১), জ্যেষ্ঠ পুত্র (২০১৯), সাঁঝবাতি (২০১৯) প্রভৃতি।

× close ad