বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য একটি নাম হল রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। এই নামটি সকলের কাছে বেশ পরিচিত একটি নাম। তবে এই নামটা যেন এখন আড়ালে চলে গেছে। এখন সামনে রয়েছে তাঁর আরও একটি নাম সেটা হল কৌশিকী মুখার্জী (Kaushiki Mukherjee)। তাঁর অভিনয় গুনের জন্য এই নাম সবার সামনে এসেছে। কারণ বর্তমানে রূপসা এই নামের চরিত্রে অভিনয় করছেন।
তাঁর অভিনয় এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে রূপসা নামটা ব্রাত্য হয়ে পড়েছে। রূপসাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) তে। যেরকম সুন্দর অভিনয় তেমনই সুন্দর কথার ভাষা, তেমনই সুন্দর মুখ। এককথায় রূপে লক্ষী এবং গুণে সরস্বতী। যে মানুষ গুনে সরস্বতী সেই মানুষ বিদ্যায়, শিল্পকলায় সবেতেই একেবারে ১০০ তে ১০০। আর এই ১০০ তে ১০০ পাওয়ার যোগ্য অধিকারিনী হলেন রূপসা চক্রবর্তী। আর তাই তো তিনি সকলেরই পছন্দের একটা মানুষ।
কখনো দেখা যায়নি তাঁকে নিয়ে ট্রোল হতে। এতটাই জনপ্রিয় তিনি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী খুব সুন্দর গান করেন। গানের জন্য প্রয়োজন হয় না কোনো বাদ্যযন্ত্রের। খালি গলাতেই তিনি গান গেয়ে সকলের মন জয় করে নেন। সদ্য ফেসবুকে ভাইরাল হয়েছে তাঁর সেই গান। যেখানে নিজের ছেলের সাথে গানের গলা মেলাচ্ছেন।
ছেলে গিটার বাজাচ্ছে এবং গান করছে আর তার সাথে গলা মেলাচ্ছেন রূপসা। ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘ ঘরের লোকের সৃষ্টি গান নিয়ে মা-ছেলের একটু সঙ্গীতচর্চা। ভুল ত্রুটি মার্জনীয়’। স্বামী স্নেহাশিষ চক্রবর্তীর কম্পোজিশনের একটি গান ‘দিন পাল্টায় রং বদলায়’। এই গানেই গলা মেলাচ্ছেন দুজনে।
এই গানটি স্নেহাশিষ চক্রবর্তী ব্যবহার করেছিলেন তাঁরই পরিচালনায় সৃষ্ট ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ -এ। ধারাবাহিকটি ২০১০ সালে টিভির পর্দায় সম্প্রচার হয়। ধারাবাহিকটি ব্যাপক পরিমাণে সকলের কাছে জনপ্রিয় হয়েছিল। আর তাই তো তিন বছর সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিক শেষ হলেও অনুরাগীরা এখনও মনে রেখেছেন এই ধারাবাহিকের কলাকুশলীদের।