স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়ালটি বর্তমানে কম বেশি কম বেশি সকলের কাছেই বেশ প্রিয় হয়ে উঠেছে। তার ফলাফল প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতেই দেখা যায়। এই ধারাবাহিকে দীপা, সূর্য, সোনা, রুপা, লাবণ্য সেনগুপ্ত যতটা জরুরি ও প্রয়োজনীয় চরিত্র তেমনই মিশকাও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। মিশকা ছাড়া অনুরাগের ছোঁয়া একপ্রকার অসম্পূর্ন।এই মিশকার চরিত্রে পর্দায় দেখা যায় অভিনেত্রী অহনা দত্তকে (Ahana Dutta)।
কারণ, একথা আমরা সবাই জানি যে একটা সিরিয়ালে যেমন নায়ক নায়িকা প্রয়োজন সেইরকমই একজন জাঁদরেল ভিলেন কেও প্রয়োজন। ভিলেন ছাড়া সিরিয়াল ঠিক জমেনা। এই ভিলেনরা কিভাবে শাস্তি পাবে সেটাই তো দর্শকদের মূল আকর্ষণ হয়ে ওঠে ধারাবাহিকে। মিশকা চরিত্রটিও সেইরকম। মিশকা সূর্য আর দীপার জীবনে এতো সমস্যা তৈরী করেছে যে, দর্শক মুখিয়ে আছেন এটা দেখার জন্য মিশকা কবে আর কিভাবে শাস্তি পায়?
সম্প্রতি, অভিনেত্রীর জন্মদিন গেছে। আর সেই জন্মদিনকে কেন্দ্র করে অভিনেত্রীর মা চাঁদনী গাঙ্গুলী (Chadni Ganguly) -র করা একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিনেত্রী পর্দায় যেমন মিশকা হিসাবে সূর্যর প্রতি ভালোবাসায় অন্ধ, তাকে ছাড়া কিচ্ছু জানেনা কিচ্ছু বোঝেনা সেইরকমই বাস্তবেও অভিনেত্রী তার প্রেমিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
মা-দিদাকে ভুলে অভিনেত্রী তার প্রেমেই মশগুল। অভিনেত্রীর মা ঐদিন একটি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি লিখেছেন, ‘২০২৩-এ এই দিনটাই বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না। তাও বলবো বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তার ভালো হোক,শুভ জন্মদিন।’ আর এই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় ওঠে চর্চার ঢেউ।
একজন তো, অভিনেত্রীকে রীতিমত সাবধান করেছেন, এই ধরণের ছেলেদের সাথে নিজেকে জড়িয়ে নিজের ক্যারিয়ার, নিজের জীবন নষ্ট না করতে। এই প্রসঙ্গে, মৃতা অভিনেত্রী পল্লবীর ঘটনাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, তিনি লিখেছেন, ‘ছেলেটা মা আর মেয়ে কে পুরো আলাদা করে রেখেছে,আর ছেলে টার একাধিক বউ ও ছিলো কোন মা এমন ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইবে?এত ভালোবাসার মেয়ের এই পরিনতি অহনা দির কিছুতেই মানতে পারছেনা।বার বার তার পল্লবীর কথা মনে পড়ছে। এসব ছেলে দের জন্য হাজারো মেয়ের জীবন নষ্ট হচ্ছে।ভালোবাসার নামে মেয়ে দের ইউজ করছে। এখন ও সময় আছে অহনা তুমি ক্যারিয়ারে ফোকাস করো অনেক দূর যেতে পারবে তুমি।এভাবে নিজের ক্ষতি করো না।’