‘খলনায়ক’ তো সূর্য! বারবার মিশকার ফাঁদে জড়িয়ে পড়তে দেখে, মন্তব্য ক্ষুব্ধ নেটিজেনদের

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয়, আর তাই তো টিআরপি তালিকায় বেশ নাম করেছে ধারাবাহিকটি।

Saranna

netizen angry on surja's character in anurager chhowa

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয়, আর তাই তো টিআরপি তালিকায় বেশ নাম করেছে ধারাবাহিকটি। প্রথমদিকে এই ধারাবাহিক টিআরপি তালিকায় নাম করতে না পারলেও, বর্তমানে সবাইকে ছাপিয়ে গেছে। কেউই এটা কল্পনা করতে পারেনি। যে মিঠাই, যে গাঁটছড়া সবার শীর্ষে থাকত, তারাই এখন পিছনে।

ধারাবাহিকের এত জনপ্রিয়তার কারণ ধারাবাহিকের টুইস্ট। সূর্য-দীপার অভিমান যেমন রয়েছে, তেমনই রয়েছে একে অপরের প্রতি অদেখা টান। মিল হতে গিয়েও হয়না। তাদের মিলের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় মিশকা। সবসময় ভয়ংকর ভয়ংকর পরিকল্পনা করেই যাচ্ছে। আর তার ফলস্বরূপ সূর্য-দীপা যেমন দূরে যাচ্ছে, তেমনই সোনা-রূপাও বাবা মা কে কাছে পাচ্ছেনা।

in anurager chhowa netizen angry on surja's character

সূর্য মিশকাকে বিশ্বাস করে, দীপাকে করেনা। দীপা সব কিছু ঠিক করার চেষ্টা করলেও, সূর্য কিছুতেই দীপাকে বিশ্বাস করেনা। বরং মিশকার চক্রান্তে, আবারও দীপাকে ভুল বোঝে। আর তাই সম্প্রতি দেখা গেছে মিশকার পরিকল্পনায় দীপাকে ডিভোর্স দিচ্ছে , এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। তাই তারা মিশকাকে যেমন ভিলেন ভাবছেন, তেমনই তারা সূর্যকেও ভিলেন মনে করছে।

তাই তারা সেরা খলনায়কের অ্যাওয়ার্ড সূর্যকে দেওয়ার কথা ভেবেছে। একজন তাই লিখেছেন, ‘২০২৩ এর সেরা খলনায়িকা মিস্কা এটা তো প্রায় শিউর। এবার খলনায়ক অ্যাওয়ার্ড টাও সূর্য কে দেয়া হোক। একদম পারফেক্ট জুটি হবে আবার সিরিয়ালে দেখি ম্যাচিং ও পরে’। আর একজন লিখেছেন, ‘গল্পের লেখক লেখিকারা এই নায়ক দের কেন ভিলেন বানানোর জন্য উঠে পড়ে লাগে।

in anurager chhowa netizen angry on mishka's manipulation on surja

অনুরাগের ছোঁয়া তে যে সূর্য নায়ক সেইটা তো বুঝার উপায়ই নেই। বিশ্বাস করে না দীপা কে। মিশকা যা বলে তাই সূর্যর কাছে সত্যি মনে হয়। যেন মিশকা নায়িকা আর সূর্য নায়ক সূর্য চরিত্র টা আর নেওয়া যায় না কোন সিরিয়ালে এত ভুল বুঝাবুঝি দেখায়? তাও শুধু বাড়তেই থাকে কমে আর না’।

× close ad