‘উচ্ছেবাবু’ দিয়ে শুরু মিষ্টিবাবু দিয়ে শেষ, মিঠাইয়ের শেষ পর্ব দেখে চোখে জল দর্শকদের

আজ অর্থাৎ ৯ ই জুন শেষ হল জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। প্রায় ৩ বছর ধরে এই সিরিয়াল দর্শককে সুখে

Nandini

netizen cry to see mithai serial happy ending

আজ অর্থাৎ ৯ ই জুন শেষ হল জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। প্রায় ৩ বছর ধরে এই সিরিয়াল দর্শককে সুখে দুঃখে মিষ্টি মুখে রেখেছে। দর্শকদের মনে মিঠাই নামেই ভেসে ওঠে সৌমিতৃষার মিষ্টি মুখ। শেষ দিনের শুটিংয়েও সেটের বাইরে উপছে পড়েছিল জনস্রোত। হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন শেষবারের মত সকলকে দেখতে। তাদের প্রিয় মিঠাই রানীকে দেখতে।

একটা প্রাণবন্ত মেয়ে যে কিনা গ্রাম থেকে এসেছিল শহরে মনোহরা বিক্রি করতে। তার চোখে স্বপ্ন ছিল সে একদিন নিজের দোকান গড়ে তুলবে। সেই মিষ্টি মিঠাই ধীরে ধীরে হয়ে উঠলো মনোহরার প্রাণ। বাড়ির অন্দরমহল থেকে ব্যবসা সবেতেই দশে দশ মিঠাই রানী। মিষ্টি বানানোয় তার জুড়ি মেলা ভার। মান-অভিমান, হাসি-কান্না, হুল্লোড় নিয়ে কেটে গেলো মিঠাইয়ের যাত্রা।

mithai with hallaparty as a frind

অনেক সিরিয়ালের মতই ‘মিঠাই’ও নিজের যাত্রা শেষ করল। তবে অনুরাগীদের মনে কোথাও একটা অপূর্ণতা থেকেই গেলো আর নির্দিষ্ট সময়ে পর্দায় দেখা যাবেনা মিঠাইকে একথা ভাবলেই ভক্তদের চোখে আসছে জল। সিরিয়াল আসবে যাবে তবে মিঠাই দর্শকদের মনে থেকে যাবে আজীবন। অন্যান্য ধারাবাহিকের মত টিআরপি তালিকায় এই ধারাবাহিকেরও হয়েছে উত্থান-পতন। একটানা ৫৩ সপ্তাহ বেঙ্গল ট পার হয়ে একচ্ছত্র ভাবে একসময় তালিকায় রাজ করেছে মিঠাই।

নতুনের মাঝে তালিকায় পতন হলেও সিরিয়ালের জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। সময় পরিবর্তনের ফলে তালিকা থেকে সরলেও অনুরাগীদের মন থেকে সরেনি মিঠাই। সিরিয়ালের প্রতিটি চরিত্র নিজের মতন করে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছিল। প্রতিটি চরিত্রের ছিল নিজস্ব কাহিনী। কেউ কারুর থেকে কম বা বেশি নয়। যে সিদ্ধার্থ মিষ্টি পি[ওচন্ডী করত না সে তার মিঠাইকে ভালোবেসে শেষ দিনে মিষ্টিও আপন করে নিলো।

শেষ দিনে এক দুর্দান্ত টুইস্ট দিয়ে দর্শককে কিছুটা আবেগপ্রবণ করে তুলে আবার সেই পুরোনো স্বাদ ফিরিয়ে দিল মিঠাই। তবে অনুরাগীদের ভীষণ ইচ্ছা ছিল তারা আবার সেই পুরোনো মিঠাই সদস্যদের সবাইকে একসাথে ফিরে পাবেন পর্দায়। তবে সব আশা কি আর পূরণ হয়? তাই এই একটা অপূর্ণতা রেখে গেল মিঠাই। তবে বাঙালির মিষ্টি প্রেমকে আরও একবার পর্দায় ফুটিয়ে তুললো মিঠাই। সব শেষে দর্শক আজ নিশ্চই বলবেন ‘জয় গোপাল’।

× close ad