Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) যারা নিয়মিত দর্শক তাদের কাছের একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে। মানালি দে’র অভিনয় যেমন প্রশংসা পাচ্ছে। তেমনই আর এক চরিত্রের অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। সেই চরিত্রের নাম পুতুল। পুতুল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
ধারাবাহিকে দেখা গেছে, শিমুল যেদিন থেকে শ্বশুর বাড়িতে পা দিয়েছে, সেদিন থেকেই শিমুলকে অনেক কথা শুনতে হয়েছে। সে সময় কেউ তাঁর পাশে ছিল না। এমনকি শিমুলের স্বামীও না। কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে এই ধারাবাহিকের খলনায়ক হলেন ধারাবাহিকের নায়ক পরাগ। সে শিমুলের পাশে থাকেনি কোনোদিন বরং তাঁকে সবসময় অত্যাচার করেছে।
আর যে মানুষটা শিমুলের পাশে রয়েছে সে হল পুতুল। প্রথম থেকেই শিমুলের প্রতি শিমুলের শাশুড়ি মধুবালা দেবীর ক্ষোভ ছিল, রাগ ছিল। দুচক্ষে শিমুলকে সহ্য করতে পারতেন না। ছেলেদের অপরাধের সঙ্গী হয়েছেন। তবে সময়ের পরিপ্রেক্ষিতে মধুবালা দেবী বদলে যায়। শিমুল হয়ে ওঠেন চোখের মণি। শিমুলকে নিজের মেয়ে বলে পরিচয় দেন। আর এই শিমুলের পক্ষ নেওয়াটাই সহ্য করতে পারেনি পরাগ আর পলাশ।
মধুবালা দেবীর চোখে শিমুলের চক্ষুশূল করতে পরাগ আর পলাশ নতুন ফন্দি আঁটে। চুরির দায়ে শিমুলকে সকলের চোখে খারাপ করে দেয়। মধুবালা দেবীও ভুল বোঝে শিমুলকে। কিন্তু যে মানুষটা সবসময় শিমুলের পাশে আছে সে হল পুতুল। সবাই ভুল বুঝলেও পুতুল ভুল বোঝেনি। সে কিন্তু সাধারণ মানুষের মত সুস্থ নয়, তা সত্ত্বেও সে চিনে নিয়েছে আসল মানুষকে।
পুতুলের মন এখনও স্বচ্ছ, তাই বাইরের কলঙ্ক পুতুলের মনে দাগ কাটতে পারেনি। তাই তো সে চিনতে পেরেছে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। তার আর এক ভাইয়ের বউ প্রতীক্ষাকে সে শিমুলের মতো আপন করে নেয়নি। কারণ তার মন জানে কে ভালো মানুষ। আর শিমুলও ভালো করে জানে সবাই ভুল বুঝলেও পুতুল ভুল বুঝবে না। ননদ-বৌদির এরকম সুন্দর সম্পর্ক দেখে দর্শকরা মুগ্ধ।