টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেতা হলেন কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty)। এই অভিনেতাকে সকলেই চেনেন। কখনো তিনি স্বয়ংসম্পূর্ণ কর্তৃত্ব পূর্ণ বাবা, আবার কখনো জাঁদরেল খলনায়ক। সবেতেই তিনি সাবলীল। তাঁর অভিনয় দর্শকমহলে বেশ প্রসংসিত। শুধু ছোটো পর্দা নয়, ছোটো থেকে বড় সব পর্দাতেই তিনি জনপ্রিয়। আসলে অভিনেতার মুখশ্রীটাই এমন , তাঁকে গম্ভীর চরিত্রে ভালো মানায়।
দেখা গিয়েছে ‘বেহুলা’ ধারাবাহিকে চাঁদ সওদাগরের ভূমিকায়। ওইরকম একটা গাম্ভীর্যপূর্ণ চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন। তাঁর অভিনয় সকলেরই মন আকৃষ্ট করে। আবার ‘ফান্দে পরিয়া বগা কান্দেরে’ সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছে। আবার এই মানুষটাই ‘নেতাজী’ ধারাবাহিকে নেতাজীর আদর্শ বাবার চরিত্রে অভিনয় করেছেন। আবার এই মানুষটাই অভিনয় করেছেন মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের বাবার চরিত্রে।
শুধু সিনেমা বা ছোটো পর্দায় নয়, অভিনয় করেছেন ওয়েব সিরিজেও সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘জাতিস্মর’ ওয়েব সিরিজে। এখানেও তাঁর রাগী রূপ ফুটে উঠেছে। আবার বর্তমানে দেখা যাচ্ছে, স্টার জলসার (Star Jalsha) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola o Sreeman Prithviraj) ধারাবাহিকে। এই ধারাবাহিকে পৃথ্বীরাজের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাঁর চরিত্রটি ট্র্যাজিক কমেডি। বেশ প্রশংসা পেয়েছে দর্শকমহলে।
অনুরাগীরা তাই বলছেন, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রটি মনে হয় কৌশিক চক্রবর্তীর। সিরিয়াল দেখার খাতিরে ওনার অভিনীত অনেক চরিত্র দেখেছি। তবে এমন চরিত্র একেবারে নতুন। মনে হচ্ছে দাদা নিজের খোলস ছেড়ে এক নতুন অবতারে এসেছেন। যেই মানুষটি চন্দ্রধর বনিক ও ভিম চরিত্রে নিজেকে সেরা রাগী প্রমাণ করেছেন।
যে মানুষটি সুভাষ বসুর বাবার চরিত্রে স্নেহ কি সেটা দেখিয়েছেন। সে মানুষটি ট্র্যাজেকমেডি করছেন ভাবা যায়? আমি রোজ এনাকে দেখি আর মুগ্ধ হই।’ কেরিয়ারের শুরু থেকেই তিনি একরকম রাশভারী চরিত্রেই অভিনয়ের সুযোগ পেয়েছেন। তিনি জানেননা কেন এরকম চরিত্র তাঁর জন্য বাছা হয়, তবে তিনি জানিয়েছেন, হয়ত দর্শকরা পছন্দ করে বলেই এই চরিত্র ভাবা হয়েছে তাঁর জন্য।