সন্তানকে হারা নিঃস্ব ফড়িংয়ের অভিনয় চোখে জল এনেছে দর্শকের! প্রশংসায় নেটিজেনরা

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সমালোচিত একটি ধারাবাহিক হল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এই ধারাবাহিক সমালোচিত এই কারণেই নায়ক হয়ে গেছে ভিলেন আর পার্শ্ব চরিত্র

Saranna

netizen praised kheyali's acting in alta phoring

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সমালোচিত একটি ধারাবাহিক হল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এই ধারাবাহিক সমালোচিত এই কারণেই নায়ক হয়ে গেছে ভিলেন আর পার্শ্ব চরিত্র হয়ে গেছে নায়ক। এত বছরের ধারাবাহিক পরম্পরায় এই উদাহরণ দেখায় যায় না। কিন্তু তা সত্ত্বেও ধারাবাহিক এগোচ্ছে, ধারাবাহিক এগোচ্ছে এই কারণেই দর্শকরা এই ধারাবাহিককে এতকিছু অভিযোগের পরও সাদরে গ্রহণ করছে।

ধারাবাহিকের নায়কের সাথে বিয়ে হয় নতুন নায়ক অর্জুনের। অন্যদিকে প্রধান নায়ক অভ্র জেলে। এই জেলে থেকে বারবার পালিয়ে গিয়ে অর্জুন আর ফড়িংয়ের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সফল হয়না কখনো। কিন্তু এই বিয়ের পর ফড়িং অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জানা যায় এই সন্তানের বাবা অভ্র। অভ্র এই সুযোগকে কাজে লাগিয়ে ফড়িংয়ের ক্ষতি করার পরিকল্পনা করে।

netizen praised kheyali's acting

ফড়িংকে কিডন্যাপ করে নিয়ে যায় অভ্র। ফড়িংকে কেউই খুঁজে পায়না। কিন্তু একবছর পর ফড়িংকে রাস্তার ধারে খুঁজে পায় অর্জুন। এরপর তাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু আগের ফড়িংকে চেনায় যাচ্ছে না। রীতিমতো ভারসাম্য হীন মানুষে পরিণত হয়েছে। 

সকলের প্রশ্ন ফড়িংয়ের সন্তান? ফড়িংয়ের সন্তানের বয়স ছ মাস। তবে তার সন্তান ছেলে না মেয়ে তা স্পষ্ট নয়। সেই সন্তান কে অভ্র একজন গরীব মহিলার  কাছে দিয়ে আসে, যাতে সে ভালোভাবে মানুষ না হতে পারে। ফড়িং তার সন্তানের ব্যাপারে কিছুই জানে না। সন্তানকে না পেয়ে পাগলের মত অবস্থা হয়ে যায় ফড়িংয়ের। আর তাঁর এই অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

audience are very impresed on kheyali's acting in alta phoring

নিজের সন্তানকে হারিয়ে একটা মা যে কতটা শূন্য হয়ে যায়, তা ফড়িংকে দেখে বোঝা যায়। এত সুন্দর অভিনয় ফড়িং করেছে, যার কোনো তুলনায় হয় না। এই দুঃসময়ে ফড়িং এর দুই জা অমৃতা এবং মন্দিরা ওকে বেশ আগলে রেখেছিল। ফড়িং অর্থাৎ খেয়ালীর অভিনয় দেখে দর্শকদের চোখে জল চলে এসেছিল।

× close ad