‘যেন সাক্ষাৎ মা কালী দর্শন’! ‘রামপ্রাসাদ’ দেখে অভিনেত্রীর প্রশংসায় অনুরাগীরা

স্টার জলসায় (Star Jalsha) বর্তমানে নতুন সিরিয়াল শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই সিরিয়ালের হাত ধরে আরেকবার পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কাছের মানুষকে হারিয়ে যিনি

Nandini

netizen praised payel de for her kali character

স্টার জলসায় (Star Jalsha) বর্তমানে নতুন সিরিয়াল শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই সিরিয়ালের হাত ধরে আরেকবার পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কাছের মানুষকে হারিয়ে যিনি নিজেই হারিয়ে যেতে বসেছিলেন। তবে এর আগেও অভিনেতা এমন চরিত্রে অভিনয় করেছেন। আর তার অভিনয়ে তিনি বারংবার দর্শকের মন জয় করে নিয়েছেন। তাই রামপ্রসাদ দেখতে দর্শক বেশ আগ্রহী ছিলেন প্রোমো প্রকাশের পর থেকেই।

যদিও চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ পাওয়ার পর দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও যখন রামপ্রসাদের স্লট ঘোষণা করা হচ্ছিল না তখন দর্শক একপ্রকার হতাশ হয়ে পড়েছিলেন। অনেক জল্পনা, তর্ক-বিতর্ক পেরিয়ে অবশেষে পর্দায় সম্প্রচার হচ্ছে রামপ্রসাদ। আর দর্শকদের একটুও হতাশ করেনি এই ধারাবাহিক।

netizen praised payel de for her get up in ramprasad serial

শুরু থেকেই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিতে শুরু করেছে রামপ্রসাদ। এই সিরিয়ালে রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সব্যসাচী। সর্বানীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। আর মা কালীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে (Payel De)। সর্বানী ও রামপ্রসাদের চরিত্রে যেমন দর্শকের নজর করেছেন এই অভিনেতা অভিনেত্রীরা।

তেমনই মা কালীর ভূমিকায় অভিনেত্রী পায়েল দে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এর আগেও অভিনেত্রীকে এমন অনেক চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে। বরাবর অভিনেত্রী তার অনুরাগীদের নতুন করে প্রেমে ফেলেছেন। তার অভিনয়ের গুনে তিনি সকলকে জয় করে নিয়েছেন। তার কালী রূপে মোহিত হয়েছেন অনুরাগীরা। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘যেন সাক্ষাৎ মা কালী’।

payel de as ma kali in ramprasad serial

ধীরে ধীরে রামপ্রসাদ সকলের মনেই জায়গা করে নেবে এমনটাই আশা করা যায়। বর্তমান সিরিয়ালের দৌড়ে তো কারুর আয়ু ৩ মাস কারুর বা আবার ৬ থেকে ৭ মাস। উল্লেখ্য, রামপ্রাসাদকে দেওয়া হয়েছে সম্প্রতি, শেষ হওয়া সিরিয়াল ‘বালিঝড়ে’র জায়গায়। মাত্র ২ মাসেই যাত্রা শেষ করা হয় বালিঝড়ের। অনুরাগীদের দুঃখ হয়তো মিতে যাবে রামপ্রসাদ দেখে।

× close ad