সব ধারাবাহিক চ্যানেল গুলোতেই এখন শুরু হচ্ছে নতুন নতুন ধারাবাহিক। জি বাংলায় শুরু হয়েছে কার কাছে কই মনের কথা, স্টার জলসায় শুরু হয়েছে তুঁতে। এই সব চ্যানেল গুলোকে টেক্কা দিয়ে সান বাংলাতেও শুরু হয়েছে নতুন ধারাবাহিক। সান বাংলাও পিছিয়ে নেই। জনপ্রিয় অভিনেত্রীকে দিয়ে তারা আগামী ৩ যা জুলাই বিকেল ৪:৩০ থেকে শুরু করেছেন একটি নতুন ধারাবাহিক ‘রূপ সাগরের মনের মানুষ’ (Rupsagore Moner Manush)।
ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, পূর্ণা হল রূপে লক্ষী গুণে সরস্বতী। মা-বাবা, বোন সকলেরই আশা ভরসা সে। সকলেরই মুশকিল আসান। বাবার স্বপ্নপূরণ করায় তাঁর একমাত্র লক্ষ্য। সে কি তাঁর লক্ষ্যে সফল হবে? আর যদি সফল হয়, কীভাবে সেই পথচলা সম্পন্ন হবে। সেটাই এই ধারাবাহিকের কাহিনী। এই পূর্ণার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। আর অভিনেতা দেবায়ন ভট্টাচার্য।
এই ধারাবাহিকে অভিনেত্রী রুকমার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই দেবায়ন হল বড়লোক বাড়ির আদুরে ছেলে। আর তার সাথেই মনের মিল হবে পূর্ণার। পূর্ণার শাশুড়ির ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। সবকিছুই ঠিকঠাক আছে। যখন শোনা গিয়েছিল তথাকথিত হিরোর চেহারা নয় নায়কের। সে একেবারে গোলুমলু।
তখনই অনেকেই এই নায়ককে দেখে সমালোচনা করেছিলেন। তাঁরা বলছেন রুকমা এই নায়ক পাওয়ার যোগ্য নয়। অনেকেই আবার নায়ককে তাঁর বাবার চরিত্র হিসেবে মন্তব্য করেছেন। কিন্তু রুকমা তাদেরকে ধৈর্য ধরতে বলেছিলেন। হয়ত নায়কের মত হ্যান্ডসাম চেহারা নয়, কিন্তু এতেই রয়েছে চমক।
আর সেই চমকের দেখা মিলল ধারাবাহিক শুরু হতেই। একেবারেই অন্যরকম রূপে ধরা দিল নায়ক। আর তাই ধারাবাহিক শুরু হতেই দর্শকরা প্রশংসা করছেন দেবায়নের অভিনয়ের। অনেকেই বলছেন নায়কটার অভিনয় গুণেই ধারাবাহিকে কাস্ট করা হয়েছে। এতোটাও খারাপ লাগছিল না রুকমার পাশে, বেশ ভালোই লাগছিল।