শুধুই নয় অভিনয়, ‘রাঙা বউ’ শ্রুতির নতুন গুনে অবাক নেটপাড়া, প্রশংসায় ভরালেন দর্শক

একজন মানুষ একক গুণে সম্পন্ন নয়, তার রয়েছে বহু গুণ। তাই অভিনেতা অভিনেত্রীরা যে শুধুই ভালো অভিনয় করেন, এমনটা কিন্তু নয় , তারা অভিনয়ের পাশাপাশি

Saranna

netizen praised shruti das's new talente

একজন মানুষ একক গুণে সম্পন্ন নয়, তার রয়েছে বহু গুণ। তাই অভিনেতা অভিনেত্রীরা যে শুধুই ভালো অভিনয় করেন, এমনটা কিন্তু নয় , তারা অভিনয়ের পাশাপাশি অনেক কিছুতেই পারদর্শী। কেউ ভালো ছবি আঁকতে পারেন, কেউ নাচতে, কেউ ভালো লিখতে কেউ বা গাইতে। আরও কত কি রয়েছে। তেমনই টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das), যিনি পর্দায় পরিচিত ‘রাঙা বউ’ (Ranga Bou) হিসেবে।

সেই অভিনেত্রীর অভিনয় ছাড়াও রয়েছে অনেক গুণ। সেই গুণাবলী ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। কখনো নিজের কর্মের জন্য, কখনো বা নিজের ব্যক্তিগত জীবনের জন্য সবসময় তিনি থাকেন শিরোনামে। সেই শিরোনামটার মূল কেন্দ্র বিন্দুতে থাকত, ট্রোলড আর সমালোচনা। এবার তাঁর শিরোনামের কেন্দ্র বিন্দুতে দেখা গেল, প্রশংসা।

shruti das

এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচ করেন। এটা প্রায় সকলেরই জানা। কিন্তু নাচের পাশাপাশি অভিনেত্রী খুব ভালো গানও করেন। আর তাই এদিন পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন টলিউডের সকল রথী মহারথীরা। সেখানেই উপস্থিত ছিলেন শ্রুতি দাস। এই জয়ন্তীতে শ্রুতিকে গান করতে দেখা গেল।

শ্রুতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে সেই অনুষ্ঠানেরই একটি ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রুতি দাস একটি লাল শাড়ি পড়ে রয়েছেন, সিঁথিতে রয়েছে সিঁদুর, হাতে রয়েছে মাইক। আর পাশে রয়েছে অভিনেতা নীল চট্টোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘বাতাসে গুণগুণ এসেছে ফাগুন’ গানটি গাইছেন। শ্রুতি আর নীলের এরকম সুন্দর একটা গান দেখে সকলেই প্রশংসা করছেন।

আরও পড়ুনঃ জা’দের জব্দ করতে পাখির মোক্ষম চাল, ‘রাঙা বউ’ দেখে ভীষণ খুশি দর্শক!

 

View this post on Instagram

 

A post shared by Neil Chatterjee (@neilchatterjee11)

অভিনেত্রী কাঞ্চনা মৈত্র লিখেছেন, ‘ তোরা দুজন কাল ফাটিয়ে দিয়েছিস’। অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জী লিখেছেন, ‘ অপূর্ব। কেউ লিখেছেন, ‘শ্রুতি সত্যিই তুমি Multi talented গানের গলা তোমার যথেষ্ট ভালো..সুর, তাল, লয় সম্পর্কে ও যথেষ্ট ধারনা আছে..’। আবার আর একজন লিখেছেন, ‘প্রথমবার কোনো অভিনেত্রী কে এত সুন্দর গান গাইতে দেখলাম ‘।

× close ad