স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল, ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিক এখন টিআরপি তালিকার প্রথমে জায়গা করে নিয়েছে। আর তাই সবসময় শিরোনামে। ধারাবাহিকের কাহিনী অনুরাগীদের বেশ ভালোই লাগছে। আর তাই তো সবার শীর্ষ স্থানে রয়েছে। শুধু কি কাহিনী? দর্শকদের পছন্দ সূর্য-দীপা জুটিকেও। শুধু তাই নয়, বারবার প্রশংসিত হচ্ছে স্বস্তিকার অভিনয়।
দীপার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। এটা তাঁর প্রথম মুখ্য চরিত্রের ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকেই সে বাজিমাত করছে। বর্তমানে সবাই ছুটে বেড়াচ্ছে, সেরার সেরা হওয়ার লড়াইয়ে, আর সেই সবাইকে ছাপিয়ে গেছে স্বস্তিকার অভিনয়। এখন সবার মুখে মুখে ফেরে দীপা চরিত্র। এই দীপা চরিত্রের মধ্যে রয়েছে অনেক গুলো শেড। একজন সাধারণ নারী, সেই নারীর প্রেম, সংসার, মাতৃত্ব।
সবটাই ফুটিয়ে তুলেছেন নিঁখুত ভাবে। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, বর্তমানে সে দুই সন্তানের জননী। কিন্তু তার কাছে রয়েছে একটি সন্তান। আর একটি সন্তান কোথায় সে জানেনা। এই যে আরেকটি সন্তানকে খুঁজে বেড়ানোর হাহাকার। অন্যদিকে আর এক মেয়েকে কাছে পেয়েও হারানোর হাহাকার। এই অভিনয় দেখে বেশ প্রশংসা করছেন দর্শকরা।
পর্দায় এত নিঁখুত মাতৃত্ব খুব মানুষই তুলে ধরতে পারে, তার মধ্যে একজন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অনুরাগীরা বলছেন , এত অল্প বয়সে, মায়ের চরিত্র যেভাবে এক্সপ্রেসন নিয়ে সবার সামনে তুলে ধরেছেন সেই নিয়ে কিছু বলার নেই। যমজ মেয়ে জন্ম দিয়ে, সেই মেয়েকে খুঁজে না পাওয়ায় হাহাকার, যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়।
শুধু তাই নয়, স্বস্তিকার পাশাপাশি দিব্যজ্যোতির অভিনয় প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। তাই এক অনুরাগী লিখেছেন, ‘ অনেক দিন পর এই প্রথমবার অনুরাগের ছোঁয়া সিরিয়াল আমার খুব সুন্দর, দারুন লাগলো সূর্য ও দীপার সঙ্গে ও সোনা, রুপার অভিনয় খুব অসাধারণ লাগলো। রক্তের বন্ধন কি হয় খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে সূর্য ও দীপা’।