সাধারণত দেখা যায়, মায়ের বয়স বেশি আর ছেলে মেয়ের বয়স কম। কিন্তু এই আধুনিকতার যুগে, এই স্মার্ট যুগে মায়ের বয়স কমে যাচ্ছে আর ছেলে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে। ভাবছেন এটা আবার কি করে সম্ভব? একটু মাথা খাটিয়ে ভাবুন তো কীভাবে সম্ভব হতে পারে। আর যারা ভাবতে পারছেন না, তাদের জন্য রইল বিস্তারিত। অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity) গল্প শুনে বিষম খেলেন দর্শক।
বাস্তব জীবনে হয়ত সম্ভব নয়, কিন্তু রিল লাইফে তা সম্ভবপর। আমরা ধারাবাহিকে দেখি, নানারকমের কাহিনী। নানারকমের চরিত্র সেখানে উপস্থিত। সেই চরিত্রের ভিড়ে বোঝাই যায় না তাদের বয়স। আর তাই সম্প্রতি এক ধারাবাহিকের একটি গোপন কাহিনী খোলসা হল। যেখানে অভিনেত্রীর রিয়েল লাইফের বয়স ১৮, আর মেয়ের বয়স ২৩। কিন্তু রিল লাইফে দেখা যাচ্ছে যেরকমটা মা মেয়ের বয়স হয় ঠিক তেমনই।
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকটি এখন বেশ জমে উঠেছে। এখন সেখানে দেখা যাচ্ছে টানটান উত্তেজনাময় পর্ব। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক স্থান পেয়েছে। ধারাবাহিকের মুখ্য চরিত্র মিতুল পাল। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। আর তার মেয়ে গুগলি চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী ভট্টাচার্য। আর ছেলে আদরের চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি বসু রায়চৌধুরী।
সম্প্রতি ভাইরাল হয়েছে দিদি নাম্বার ওয়ানের একটি ছোটো ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে, আরাত্রিকা এবং ইন্দ্রাণী সহ আরও অনেকে খেলতে এসেছেন। সেখানে আরাত্রিকা জানান তিনি দ্বাদশ শ্রেণীতে পড়ছেন। এই শুনে রচনা ব্যানার্জী অবাক হয়ে যান। আরাত্রিকাকে জিজ্ঞাসা করেন, বয়স কত? তখন আরাত্রিকা জানান ১৮! রচনা তখন অবাক হয়ে গিয়ে বলেন , ১৮ বছরে মায়ের চরিত্র!
View this post on Instagram
তারপর জানা যায়, আরাত্রিকার মেয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন ইন্দ্রাণী তাঁর বয়স ২৩। আর ছেলের চরিত্রে যিনি অভিনয় করছেন সপ্তর্ষি তাঁর বয়স ১৯। পর্দায় সকলের বড় হলেও রিয়েল লাইফে ছেলে মেয়েদের থেকে অনেক ছোটো। আসলে আরাত্রিকা বয়সের তুলনায় এতটাই পরিপক্ক যে তাঁকে দেখে বোঝায় যায় না তাঁর বয়স ১৮।