‘পল্টিবাজ লালন’! ফুলঝুরি অসুস্থ শুনেই বিয়ে ছেড়ে হাসপাতালে, আবারও ট্রোলিংয়ের মুখে ‘ধূলোকনা’

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধূলোকণা’ (Dhulokona) । ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করেছে। সবই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাতের জাদুতে। এত

Saranna

netizen troll dhulokona actor lalon's character

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধূলোকণা’ (Dhulokona) । ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করেছে। সবই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাতের জাদুতে। এত জনপ্রিয়তা থাকার সত্ত্বেও ধারাবাহিকটি শেষের পথে। এ নিয়ে অনুরাগীরা খুশি নন। সবাই দুষছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় কে। তাদের দাবি ধারাবাহিক যখন শেষ করেই দেবেন, তাহলে শুরু করার কি দরকার ছিল!

লেখিকা তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি জানিয়েছেন, ধারাবাহিক শুরু হলে তো শেষ হবেই। এই ধারাবাহিকের গল্প আর অবশিষ্ট নেই, তাই শেষ হচ্ছে সম্পূর্ণ করেই। কিন্তু অনান্য ধারাবাহিকের তো টিআরপিই শেষ কথা, তাতে ধারাবাহিকের গল্প সম্পূর্ণ হোক আর না হোক। তাদের তুলনায় এই ধারাবাহিক অনেক ভালো জায়গায় রেখে শেষ করে দেওয়া হচ্ছে।

netizen troll dhulokona

কিন্তু এই বক্তব্য মেনে নিতে নারাজ দর্শকরা। তাদের দাবি, এখনও অনেক কিছু বাকি রয়েছে দেখানোর। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে, ফুলঝুড়ি অসুস্থ। তাকে দেখার জন্য লালন ছুটে যায় তার কাছে। অসুস্থ দেখেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি ফুলঝুড়ির মৃত্যু দিয়ে শেষ হয়ে যাবে এই ধারাবাহিক? তবে শোনা যাচ্ছে, মৃত্যু হবে না ফুলঝুড়ির।

শোনা যাচ্ছে, ফুলঝুড়ির টিউমার হয়েছে। ফুলঝুড়ির এরূপ অবস্থা দেখে লালনের সব মনে পড়ে যায়। তাই শেষ টা খুব ভালোই হবে। লালন আর ফুলঝুড়ির বিয়ে দিয়েই হবে শেষ। সেই আগের অবস্থাতেই ফিরে আসবে লালন। ভুলে যাবে তিতিরকে। অন্তিম দৃশ্যে ফুটে উঠবে লালন-ফুলুর প্রেম কাহিনী।

তবে এই মিল না হোক অনেকেই এটা চায়, কারণ লালন যখন স্মৃতি ভুলে গিয়েছিল, তখন সে তিতিরকে চেয়েছিল, ফুলঝুড়ির সাথে খারাপ ব্যবহার করেছে। কিন্তু এখন যখন স্মৃতি ফিরে এসেছে, তখন আবার ফিরে যাবে ফুলঝুড়ির কাছে, এটাই মানতে চাইছেন না। এক অনুরাগীর দাবি, ‘সুস্থ হলেও লালনের কাছে যেন না ফেরে। যদি ফেরে তাহলে দেখাই বন্ধ করে দেবো।’

আর এক নেটিজেন লিখেছেন, ‘মানে সিরিয়ালের শেষ দিন অব্দি লালনের নাটক ই দেখে যেতে হবে ফুলঝুরি অসুস্থ শুনে এখন আবার বিয়ে ছেড়ে ছুটে এসে বলছে ফুলঝুরিই ওর সব। এতোদিন ও একটা ঘোরের মধ্যে ছিলো। বাংলার দর্শক আজীবন এই ধরনের সো কল্ড নায়ক কে মনে রাখবে আশা করি। লীনাপিসি নায়ক এর সংজ্ঞা টাই পাল্টে দিলেন।’

× close ad