স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় চর্চিত একটি ধারাবাহিক হল, ‘গুড্ডি’ (Guddi)। সবসময় শিরোনামে রয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিক নিয়ে সবসময় ট্রোল হতে দেখা যায়। ধারাবাহিকের নায়ক অনুজ একবার চায় গুড্ডিকে, একবার চাইছে শিরিন কে। এই দেখে সবাই অনুজের চরিত্রের দিকে আঙুল তুলেছেন। তাঁর পরকীয়া দেখে সকলেই ছি ছি বলে আঙুল তুলেছেন। এ হেন অবস্থায় সবাই চেয়েছিলেন গুড্ডির জীবনেও আসুক এরকম কেউ।
আর তাই লেখিকা ম্যাডাম গুড্ডির জীবনে আনলেন নতুন মানুষকে। জীবনে এসেছে নতুন মানুষ যুধাজিৎ। যুধাজিৎ এর সাথে বিয়ের আবহ তৈরি হয়। এই যুধাজিৎ এর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়াটা অনুজ কিছুতেই মেনে নিতে পারেননি। তাই আত্মহননের পথ বেছে নেন। তবে গুড্ডি অনুজের মতো বিশ্বাসঘাতক নয়, সে যাকে ভালোবাসেন, শুধু মাত্র তাকেই ভালোবাসেন।
আর তাই যুধাজিৎকে বিয়ে করার জন্য কিছু শর্ত দিয়েছিলেন। সে বলেছিল, বিয়ে হলেও তারা বাস্তবে স্বামী-স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হবে না। সবার সামনে স্বামী স্ত্রী হওয়ার অভিনয় করবেন। এমত অবস্থায় সব শর্ত মেনে নেয় যুধাজিৎ। কিন্তু শেষপর্যন্ত বিয়েটা আর টিকল না। বিয়ের দিনেই অনুজের অ্যাক্সিডেন্ট হয়। গুড্ডি বিয়ের মন্ডপ ছেড়ে চলে যায়।
এই অবস্থা দেখে যুধাজিৎ এর মাও বলে দেন, গুড্ডিকে কখনোই বাড়ির বউ বলে মেনে নেবে না। আর সেই কথা শুনে যুধাজিৎ জানান, তিনিও মায়ের আদেশ এভাবে অমান্য করতে পারবে না। তাই এই বিয়েও সে করতে রাজি নন। অনুজের এই অবস্থা দেখে সকলেই অনুজকে দোষ দিচ্ছেন।
বিবাহিত আইপিএস অফিসার হয়ে প্রেমিকার বিয়ে হওয়া দেখে নিজেকে শেষ করে দিতে চাইছে। এতটাই ভীতু, তার কি আর কোনো কাজ নেই। সবসময় গুড্ডি আর গুড্ডি বলে মোহিত হচ্ছেন। অন্যদিকে আবার গুড্ডিও ‘আইপিএস’ পরীক্ষায় সফল হয়েছে। কিন্তু পরীক্ষাটি ছিল, ‘UPSC’। যখন সংলাপটি বলা হয় তখন উচ্চারণ হয় ‘আইপিএস’। এই ভুল উচ্চারণে সকলেই হাসছেন।