টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সবাইকে হারিয়ে এখন সবার প্রথমে রয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিককে হারানোর জন্য অনেক ধারাবাহিক জোর টক্কর চালাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ধারাবাহিক সবার প্রথমেই রয়েছে। সোনা ও রূপার দুষ্টু-মিষ্টি খুনসুটি সকলকে বেশ মাতিয়ে রেখেছে, আর তাই তার ফলাফল দেখা গেছে টিআরপিতে। গত কয়েক সপ্তাহ ধরে এই ফলাফল দেখা যাচ্ছে।
টিআরপি টপার সত্ত্বেও বৃহস্পতিবার আচমকাই বন্ধ হয়ে গেল ধারাবাহিকের শ্যুটিং। ধারাবাহিকের অধিকাংশ শিল্পী এবং কলাকুশলী সকলেই জ্বরে আক্রান্ত। আর তাই বৃহস্পতিবার আচমকাই বন্ধ করা হয় শ্যুটিং। সকলেই এখন ছুটিতে রয়েছেন। সম্প্রতি এই ধারাবাহিক পূরণ করল ১ বছর। আর তার উদযাপন হয় শ্যুটিং সেটে। কিন্তু সেই দিন উপস্থিত থাকতে পারেননি, ধারাবাহিকের মূখ্য অভিনেতা সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত।
শুধু দিব্যজ্যোতি একা নন, শ্যুটিং সেটের সকলেই আক্রান্ত এই জ্বরে। নায়িকাও আক্রান্ত এই জ্বরে। বুধবার থেকেই অসুস্থ ছিলেন দিব্যজ্যোতি, সেই অসুস্থতা নিয়েই শ্যুটিং করেছেন। রাতের দিকে এতটাই বাড়াবাড়ি হয় যে, মাথায় জল ঢালতে হয়। আর বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় সকলকে। কিন্তু আগাম এপিসোডের শ্যুটিং খুব একটা করা নেই বলে শুক্রবার সকলকেই সেটে আসতে হয়।
এরকম অসুস্থতার কারণে বর্ষপূর্তি করা হয়নি। তবে অনুরাগের ছোঁয়ায় এখন আসছে নতুন নতুন চমক। যেভাবে দর্শকরা অনুরাগের ছোঁয়া দেখা শুরু করেছিলেন, সেই দেখা অনেকটাই বদলে গিয়েছে, এ বিষয়ে এক সাক্ষাৎকারে দীপা অর্থাৎ স্বস্তিকা জানান, ‘ প্রথম দিন থেকে দীপার চরিত্রে একঘেয়েমি আসেনি, প্রতি দিন এই চরিত্রকে নতুন ভাবে দেখছি, আমার মনে হচ্ছে অনুরাগের ছোঁয়া নতুন করে শুরু করছি’।
এর পাশাপাশি এও বলেন, ‘অনান্য ধারাবাহিকে দেখা যায়, প্রথম দিকে খুব ভালো টিআরপি থাকে, শেষের দিকে তা নিচের দিকে চলে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে তা উল্টো। আমরা শেষ কয়েক সপ্তাহ ধরে সবার প্রথমে রয়েছি। সোনা রূপার পেক্ষাপট যে সবার ভালো লেগেছে তা বুঝতে পারছি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই ধারাবাহিক যেন আরও কিছুদিন চলে’।