প্রজাপতির রং মেখে মোহময়ী লুকে ধরা দিলেন ‘মিঠাই’রানী! চোখ সরাতে পারছেননা অনুরাগীরা

জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। সময় পরিবর্তন হলেও জনপ্রিয়তা কমেনি। আর শুধু চরিত্র গুলোই নয়, চরিত্রের বাইরে অভিনেতা অভিনেত্রীকেও দর্শক বেশ পছন্দ

Nandini

netizens amezed to see soumitrisha kundu's new photos

জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। সময় পরিবর্তন হলেও জনপ্রিয়তা কমেনি। আর শুধু চরিত্র গুলোই নয়, চরিত্রের বাইরে অভিনেতা অভিনেত্রীকেও দর্শক বেশ পছন্দ করেন। মিঠাই ধারাবাহিকের প্রতি চরিত্র দর্শকের কাছে খুব পছন্দের। তবে সম্প্রতি অনেক চরিত্রই সময়ের সাথে সাথে সরে গেছেন। তাদের দেখে যায়না মিঠাইয়ের সেই চেনা চরিত্রে। তারা অনেকেই অন্যান্য সিরিয়ালে নতুন চরিত্রে ধরা দিয়েছেন।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও অভিনেতা আদৃত রায়। এই দুই চরিত্র যেন দর্শকের কাছে সেরার সেরা। তবে সম্প্রতি গল্পের খাতিরে সিরিয়ালে এসেছে পরিবর্তন। দর্শকের প্রিয় মিঠাই চরিত্রটি বর্তমানে মৃত। তবে তার জায়গায় এসেছে এক নতুন চরিত্র একই রূপের ভিন্ন চরিত্র মিঠি।

soumitrisha kundu's new photos

তবে মিঠাই হোক কিংবা মিঠি দুই চরিত্রেই দর্শকের প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা। মিঠি চরিত্রটি অনেকটা আপডেটেড। মা না হয়েও শাক্যর সাথে মিঠির যে বন্ধন গড়ে উঠেছে তা ভীষণ সুন্দর ও মনকে ছুঁয়ে যাওয়ার মত। তবে সম্প্রতি আবার গল্পের মোড় ঘুরতে চলেছে। গল্পে আসছে নতুন রহস্য। মিঠাই আবার ফিরছে হয়তো মনোহরায়। গল্পে আগামীতে কি হবে তা তো পর্ব দেখলেই জানা যাবে।

তবে প্রিয় মিঠাই রানীর সাজ দেখে মাথা ঘুরলো অনুরাগীদের। নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী সৌমিতৃষা। অভিনেত্রীকে তার অনুরাগীরা বেশ পছন্দ করেন। সম্প্রতি, অভিনেত্রীর একটি ফটোশ্যুটের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিগুলিতে অভিনেত্রী এক অন্য রূপে ধরা দিয়েছেন। অভিনেত্রীকে যেন চেনা দায়।

কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। অপূর্ব সুন্দরী ও স্টাইলিস্ট লাগছে এই ছবিগুলিতে অভিনেত্রীকে। অনুরাগীরা ফিদা হয়ে গেছেন অভিনেত্রীর এমন রূপ দেখে। প্রসঙ্গত, এর আগেও অভিনেত্রী এরকম ভিন্ন ভিন্ন রূপে মোহময়ী হয়ে ধরা দিয়েছেন নেটমাধ্যমে। অভিনেত্রীর এই ছবি দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। ভালোবাসা ও প্রশংসা ভরা বার্তায় অভিনেত্রীর কমেন্ট বক্স উপচে পড়েছে।

× close ad