স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। ২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে এই ধারবাহিক। শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে, কারণ তাদের প্রচারের ভঙ্গিও ছিল অন্যরকম। তারা প্রচার করার জন্য বেছে নিয়েছিল, ইউটিউবকে। ইউটিউবের জনপ্রিয় রান্নার ব্লগ চ্যানেলে গিয়ে, সরাসরি পৌঁছে গিয়েছিল মানুষের কাছে। আর তাইতো এত জনপ্রিয়তা।
ধারাবাহিকে মুখ্য চরিত্র নবাবের ভূমিকায় অভিনয় করছেন সাঁঝের বাতি খ্যাত অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh) এবং তাঁর বিপরীতে নন্দিনীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল (Indrani Paul)। অভিনেতা সকলেরই চেনা মুখ। এর আগে তাঁকে আমরা দেখেছি অনেক ধারাবাহিকে। কিন্তু অভিনেত্রী ইন্দ্রাণী টেলিভিশনে নতুন। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই অভিনয় যাত্রার সূত্রপাত।
ধারাবাহিকের কাহিনী অনুযায়ী নবাব একজন আবেগপ্রবণ, সংগ্রামী ফুটবলার। যার ধ্যান জ্ঞান সব এই ফুটবলেই। অন্যদিকে নন্দিনী, সাধারণের মাঝেও অসাধারণ। সে স্বপ্ন দেখে নিজেকে প্রতিষ্ঠিত করবার মেয়ে মানেই যে, পড়াশোনা করবে আর সংসার করবে তা নয়, মেয়েদেরও স্বপ্ন আছে নিজেকে প্রতিষ্ঠিত করবার। এটাই ছিল তাঁর মানসিকতা।
কিন্তু বর্তমানে ধারাবাহিকের কাহিনীর অনেক বদল ঘটেছে, নবাবের সাথে বিয়ে হয়েছে নন্দিনীর। নবাবের বাড়ির কর্তৃ তাঁর বৌদি। এই বৌদির চরিত্র খল চরিত্র। কিন্তু যখন থেকে নবাবের সাথে নন্দিনীর বিয়ে হয়েছে, নন্দিনী পরিবারের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। আর তাই জন্য পরিবারের সকলেই তাঁকে সম্মান করে। আর এতেই রাগ, নবাবের বৌদির। কারণ কমলিকার স্বামীও নন্দিনীর পক্ষে।
আর তাই কমলিকা তার স্বামী দেবাঞ্জনকে হাত মুচড়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে, অনেক অপমান জনক কথা বলতে থাকে। আর স্বামীর প্রতি স্ত্রীয়ের এমন অত্যাচার দেখে অবাক নেটিজেনরা। বিক্ষুব্ধও হচ্ছেন। তাদের দাবি, ধারাবাহিকে ভালো কিছু দেখানো হোক, অত্যাচার কেন দেখানো হবে? কারোর উপর অত্যাচার দেখানো ঠিক নয়, সেটা নারী হোক বা পুরুষ।