গসিপবিনোদনসিরিয়াল

ভয় পেয়ে মহার্ঘ্যকেই আশ্রয় করল ঝোরা! বালিঝড় পর্ব দেখে খুশি ‘সৌগুন’ ভক্তরা

নতুন বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুরু হয়েছে ‘বালিঝড়’ (Balijhor)। নতুন ধারাবাহিকের প্রোমো আসার পর থেকেই দর্শকদের মনে বেশ আনন্দ অনুভব হচ্ছিল। কারণ টেলি পাড়ার তিন জনপ্রিয় মুখ কৌশিক রায় (Koushik Roy), তৃণা সাহা (Trina Saha) ও ইন্দ্রাশিস রায় (Indrasish Roy) তিনজনেই রয়েছেন এই ধারাবাহিকে।

আর তাই সবচেয়ে বেশি খুশি হয়েছে ‘সৌগুন’ (Sougun) ফ্যানেরা। তবে ধারাবাহিকটি একটি ত্রিকোণ প্রেমের কাহিনী। স্রোত-ঝোড়া-মহার্ঘ্য এই তিনজনের সম্পর্কের সমীকরণে তৈরি হয়েছে এই কাহিনী। তবে অনুরাগীরা এখনও বুঝতে পারেননি ধারাবাহিকের আসল নায়ক কে? ঝোড়া উচ্চবিত্ত পরিবারের মেয়ে হলেও, তার পছন্দ সহজ সরল স্রোতকে। কিন্তু ঝোড়ার বাবার পছন্দ মহার্ঘ্যকে।

in balijhor netizen's are happy to see jhora maharghya together

আর তাই জোর করে মহার্ঘ্যর সাথে বিয়ে দেয় ঝোড়ার। কিন্তু ঝোড়া কখনোই মহার্ঘ্যকে মেনে নিতে পারেনি। সবসময় তাকে কথা শোনায়। মহার্ঘ্য জানিয়ে দেয়, খুব শীঘ্রই ঝোড়াকে ডিভোর্স দেবে। কিন্তু ঝোড়ার এই ব্যবহার খুবই কষ্ট দিচ্ছে দর্শকদের। কারণ তারা চান  ‘ঝোরার্ঘ্য’ (Jhorargha) এক হোক। এদের মাঝে দেখতে চায়না স্রোতকে। আর তাই অনুরাগীদের মনের ইচ্ছা মত ধারাবাহিকে আনা হল বড়সড় টুইস্ট।

ফুলশয্যার রাতে ঝোড়া ভয় পেয়ে মহার্ঘ্যকে জড়িয়ে ধরে। আর তারপরই দুজন দুজনের কথোপকথনে ভেসে আসে ছোটোবেলার স্মৃতিকথা। খুব নরম ভাবে কথা হয় দুজনের। এই দৃশ্য দেখে দর্শকরা বেশ খুশি। আর তাই তো তারা এই এপিসোডের নাম দিয়েছেন, মহার্ঘ্য ঝোড়ার আলিগা।এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঝোরার একমাত্র নিরাপদ আশ্রয় মহার্ঘ্য’।

আর একজন লিখেছেন , ‘ও ভূত দাদা, ও আত্মা দিদি প্লিজ প্লিজ তোমরা এভাবেই ঝোরার আসে পাশে ঘুরে বেড়াও, পারলে ওকে তারাও করতে পারো আমাদের কোনো অসুবিধা নেই।।  না মানে তোমাদের দয়ায় আমরাও আমাদের চোখ মন একটু সার্থক করি আর কি। এবার থেকে প্রতি রাতে নিয়ম করে ঝোরার সাথে দেখা করতে এসো প্লিজ। আর সারারাত ঝোরার পাশে বসে থেকো যাতে সেও সারারাত বরকে জড়িয়ে বসে থাকে।’

1Minutenewz Google News Subscribe
Back to top button