ধারাবাহিক মানেই একটাই কথা টিআরপি। ধারাবাহিকের টিকে থাকার ভাগ্য এখন টিআরপির হাতেই। টিআরপিই ঠিক করে ধারাবাহিকটা কতদিন চলবে, নাকি একদমই চলবে না। যখনই কোনো ধারাবাহিকের টিআরপি তলানিতে এসে পৌছায়, তখনই শেষ করে দেওয়া হয়, সেই ধারাবাহিক। আর তার জায়গায় আসে নিত্যনতুন ধারাবাহিক। ২২ শে অগস্ট থেকে যেমন এক নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ আসছে।
সম্প্রতি স্টার জলসায় দেখা গেল সকলের পছন্দের ধারাবাহিক ‘খড়কুটো’ শেষ হয়ে গেল। যার পিছনে একটাই কারণ, এই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে। তবে এবার এই চ্যানেলের আরও একটি ধারাবাহিক শেষ হয়ে গেল। ২১ শে আগস্ট ছিল তাঁর অন্তিম পর্ব। এই ধারাবাহিক কেন শেষ হল? তাঁর কারণ একই। ধারাবাহিকের টিআরপি। যদিও সেভাবে দেখতে গেলে ‘মন ফাগুন (Mon Phagun)’ টিআরপিতে বিশেষ পিছিয়ে ছিলোনা। তবুও সবারই তো একটা শেষ থাকে।
সেই নিয়মেই ২১ শে আগস্ট অর্থাৎ রবিবার শেষ হল সকলের জনপ্রিয় ধারাবাহিক ‘মনফাগুন’। ২০২১-এর জুলাই মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। একবছর পার হতেই শেষ হল পথচলা। পর্দায় আর দেখা যাবে না, পিহু-ঋষির প্রেম কাহিনী। এই ধারাবাহিকে পিহুর ভূমিকায় অভিনয় করেছেন সৃজলা গুহ । অভিনেত্রীর এটাই প্রথম কাজ। আর ঋষির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়।
তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সকলেরই বেশ পছন্দের ছিল, কিন্তু টিআরপি আর সময়ের চাহিদায় ধারাবাহিকটি শেষ করলো নিজের যাত্রা। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবরে দর্শকরা অনুতপ্ত ও দুঃখিত। তাই তো তাদের জন্য রয়েছে সুখবরও। আসছে ‘মন ফাগুন ২’। শেষ পর্বে দেখা যাচ্ছে, রোহনের খপ্পর থেকে রোমিও পিহু আর তার দিদিকে রক্ষা করে এনেছে। তখনও পিহু বুঝতে পারেনি রোমিওই তাঁর টুবাইদা।
আর তাই পিহু তাঁকে বলে ‘আমার মন বলছে তুমি রোমিও নও, তুমি আমার টুবাইদাতো’। তখন ঋষি উত্তর দেয়, ‘আমি তোমার টুবাইদা না রোমিও, সেটা না হয় সাসপেন্সই থাক!’ এই দৃশ্য দেখেই এবার দর্শকদের কৌতূহল, তাহলে কি সত্যিই আসছে সিজন টু। কারণ ঋষি পিহুকে ঘিরে অনেকটা অপূর্ণতা থেকে গেল যে দর্শকের মধ্যে।
তাই এই ভিডিও দেখে এক অনুরাগী একথাও লিখেছেন, ‘দয়া করে ফ্যানদের মতামতের গুরুত্ব দিয়ে একই কাস্টিং একই হিরো হিরোইন এনে ‘মন ফাগুন ২’ আনুন গল্প পুরো বাকি রয়ে গেল…. প্লিজ প্লিজ হিরো হিরোইন এক করে কিছুদিন পরে শনদা সৃজলাদিকে জুটি করে আনুন’।