যমুনা ঢাকি মিস করছেন? সিরিয়ালপ্রেমীদের জন্য সুখবর, শীঘ্রই নতুন তারকাদের নিয়ে আসছে ‘যমুনা ঢাকি ২’

সবেমাত্র শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি। দর্শকদের খুব পছন্দের ছিল এই ধারাবাহিক। একজন গ্রাম্য ঢাকি মেয়ের জীবন নিয়ে শুরু হয় এই ধারাবাহিকের

Saranna

netizens troll star jalsha upcoming serial madhabilota for coping jamuna dhaki1

সবেমাত্র শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি। দর্শকদের খুব পছন্দের ছিল এই ধারাবাহিক। একজন গ্রাম্য ঢাকি মেয়ের জীবন নিয়ে শুরু হয় এই ধারাবাহিকের কাহিনী। প্রথমদিকে টিআরপি বাড়তে থাকলেও, পরে কমতে থাকে টিআরপি। তাই অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। তাই আর চিন্তা নেই, দর্শকদের মন ভালো করার জন্য এবার স্টার জলসার পর্দায় আসছে ‘যমুনা ঢাকি ২’ (Jamuna Dhaki 2)। বিশ্বাস হচ্ছে না এই কথা?

আসল ব্যাপার টা হল , স্টার জলসার নতুন ধারাবাহিক আসছে ‘মাধবীলতা’ (Madhabilata)। এই ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই দেখা যায়, যমুনা ঢাকি ধারাবাহিকের কলাকুশলীরা রয়েছেন এই ধারাবাহিকে। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, যমুনার বাবাকে, যমুনার ননদ গীতকে। এই মাধবীলতার প্রোমো ভিডিও তে দেখা যায়, ধারাবাহিকের নায়িকা শ্রাবণী যমুনার মতোই দা নিয়ে গুন্ডাদের পিছনে ছুটে বেড়াচ্ছে। এইসব দেখেই অনুরাগীরা বলছেন ‘যমুনা ঢাকি ২’ আসছে।

netizens troll star jalsha upcoming serial madhabilota for coping jamuna dhaki

এছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ‘জীবন সাথী’ ধারাবাহিকের ঝিলম তথা অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। ‘জীবন সাথী’ তেও ঝিলম এইভাবেই গুন্ডাদের পিছনে ছুটে বেড়াত। তাই আবার নেটিজেনরা বলছেন ‘জীবন সাথী ২’ আসছে। তাই সব দেখে শুনে দর্শকরা বলছেন মাধবীলতা ধারাবাহিক একটা রিমেক ধারাবাহিক।

আরও পড়ুনঃ ‘ঝিলম’ থেকে ‘মাধবীলতা’! অভিনয় জগতে কিভাবে এলেন ? নিজের মুখেই জানালেন অভিনেত্রী শ্রাবনী

পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর ধারাবাহিকগুলো সবকটা এক ধাঁচের। নতুন কিছু খুঁজে পাচ্ছেন না। শুরুটা একজন লড়াকু মেয়ে দিয়ে হলেও, পরে সেই আর পাঁচটা সাধারণ সংসারী মেয়েদের মতই হয়ে যায়। সেই কূটকাচালিতেই ভর্তি হয়ে যায়।

সমাজের অবহেলিত মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে, প্রথমে কেউ মেনে নেবে না, পরে লড়াই করে সবার মন জয় করে নেবে। সেই এক ধাঁচের ধারাবাহিক হয়ে যাচ্ছে। একটু নতুন কিছু দেখতে চাইছেন দর্শকরা। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এমন ট্রোলের মুখে পড়ল ধারাবাহিক। এর ফলে দেখা যাক ধারাবাহিকে কোনো নতুন মোড়ক আসবে, নাকি সেই এক গতানুগতিক ভাবেই চলতে থাকবে এই নতুন ধারাবাহিকও।

× close ad