পর্দার নিপার সৌন্দর্যে মুগ্ধ নেটপাড়া, সাদা পোশাকে যেন মা ‘স্বরস্বতী’! রইল ঐন্দ্রিলার ছবি

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচিত মুখ হল ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। অনেক বছর তার এই ইন্ডাস্ট্রির সাথে পরিচিতি। বর্তমানে যাকে আমরা দেখতে পায়, মিঠাই ধারাবাহিকে নিপার

Saranna

netizen is impressed by oindrila's outfit

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচিত মুখ হল ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। অনেক বছর তার এই ইন্ডাস্ট্রির সাথে পরিচিতি। বর্তমানে যাকে আমরা দেখতে পায়, মিঠাই ধারাবাহিকে নিপার চরিত্রে। খুব মিষ্টি একটা মেয়ে। ডান্স বাংলা ডান্স জুনিয়ার দিয়ে শুরু হয়েছিল ঐন্দ্রিলার কেরিয়ার জীবন। তখন বয়স ছিল মাত্র ৮। ইচ্ছা ছিল ডান্স বাংলা ডান্স এর প্রতিযোগিনী হওয়ার কিন্তু হয়ে গেল সঞ্চালিকা।

এরপর তাকে দেখা যায় ‘রাই কিশোরি’, ‘খনার বচন’, ‘করুণাময়ী রাণী রাসমণি’ , জয় কালী কলকাত্তাওয়া’, ‘ঝুমুর’, ‘আমার দূর্গা’, ‘জানি দেখা হবে’, ‘দেবীপক্ষ’, ‘চুন্নী পান্না’র মতো ধারাবাহিকে। বর্তমানে তার বয়স এখন ২০। থার্ড ইয়ারে পড়ছে। পড়াশোনা শেষ করে ভালো করে অভিনয় মনোযোগ দেবেন।

netpara is impressed by oindrila

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেত্রী। আর তাই তার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সাদা শাড়ি পড়ে, গলায় রয়েছে ভারী গয়না, মাথায় রয়েছে গোছা ফুল। একেবারে যেন মা সরস্বতী। এই রূপে তাকে দেখে সকলেই অবাক। সকলেই এই ছবির কমেন্ট সেকশনে ‘কিউট’ বলে অভিহিত করেছেন।বর্তমানে তার একটি ইউটিউব চ্যানেল আছে।

তার ইউটিউব চ্যানেলের নাম রেখেছেন, ‘ঐন্দ্রিলার ঘর’। যেখানে সে ভ্লগ করে। তার নিত্যদিনের কাজকর্ম, নিত্যদিনের মুহুর্ত। সবটুকুই শেয়ার করেন তার অনুরাগীদের উদ্দেশ্যে। তবে তিনি খুব ব্যস্ত। তবে সময় পেলেই ভিডিও শেয়ার করেন সকলের উদ্দেশ্যে। তবে তিনি যে লিড চরিত্রে অভিনয় করছেন তা কিন্তু নয়, অভিনয় করছেন পার্শ্ব চরিত্রে।


এই চরিত্রে অভিনয় করেও তার আক্ষেপ নেই। তিনি বলেন, ‘ আমি অভিনয় ভালোবাসি, লিড হোক বা সাইড এসব নিয়ে ভাবি না। লিড করলেই যে শুধুমাত্র জনপ্রিয়তা পাব, তা কিন্তু নয়। ভালো অভিনয় করতে পারলে সকল দর্শকই পছন্দ করবে। সাইড চরিত্র মানেই যে তার গুরুত্ব নেই এমন কিন্তু নয়। সেখানেও সুযোগ আছে অভিনয় দেখানোর’।