শিশু শিল্পীদের অভিনয় নিয়ে বড় নির্দেশিকা, মাথায় হাত সিরিয়াল নির্মাতারা

একটা ধারাবাহিক গঠিত হয় অনেক জনকে নিয়ে। শুধুমাত্র নায়ক-নায়িকা যে ধারাবাহিক মাতিয়ে রাখেন তা কিন্তু নয়, ধারাবাহিকের অনান্য চরিত্র গুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ধারাবাহিকেই

Saranna

new act pass for child actors in serial

একটা ধারাবাহিক গঠিত হয় অনেক জনকে নিয়ে। শুধুমাত্র নায়ক-নায়িকা যে ধারাবাহিক মাতিয়ে রাখেন তা কিন্তু নয়, ধারাবাহিকের অনান্য চরিত্র গুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ধারাবাহিকেই ধারাবাহিক মনোরঞ্জনের জন্য একটা বা তারও বেশি খুদেদের রাখা হয়। যাতে মানুষ একঘেয়েমি অনুভব না করে। প্রত্যেকটি ধারাবাহিকেই এমন অনেক খুদে উপস্থিত রয়েছে।

স্টার থেকে জি প্রত্যেকটি ধারাবাহিকেই রয়েছে এমন অনেক শিশু শিল্পী (Child Actor)। যাদের অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে গেছে। এই যেমন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দর্শকদের মন জয় করে নিয়েছে সোনা-রূপা দুই খুদে। আবার জি বাংলার মিঠাই ধারাবাহিকের দুই খুদে শিল্পীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। কিন্তু এবার এমন কিছু জারি হল যা দেখে মাথায় হাত ধারাবাহিক নির্মাতাদের।

in anurager chowa sona rupa know mishka is not liar

ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (National Commision For Protection Of Child Rights) শিশুদের দিয়ে অভিনয় করার ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছেন। আসলে ধারাবাহিকে যেসব শিশু শিল্পীরা অভিনয় করেন, তারা বড়দের মতোই ৯ ঘণ্টা কাজ করে। তাদের কোনো ছাড় নেই। আর এরফলে তাদের ছোটোবেলাটা বিঘ্নিত হচ্ছে।

আর তাই ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এই কাজের বিরোধিতা করেছেন। আর তাই বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, শিশুদের ৫ ঘন্টার বেশি কাজ করানো যাবেনা। এমনকি ৩ ঘন্টা অভিনয় করার পর প্রয়োজন মত বিরতি দিতে হবে। বর্তমানে যেসব শিশু শিল্পীরা এখানে অভিনয় করছেন।

new act pass for child actors

তারা এখানেই দিনের একটা বড় অংশ কাটান। পড়াশোনা থেকে খেলাধূলা সবটাই করে। আর তাই বড়োদের থেকে যাতে খারাপ কিছু না শেখে সেটাও লক্ষ্য রাখতে হবে। কিন্তু এই ৫ ঘন্টার নির্দেশিকায় অনেকেই সমস্যায় পড়বে। অনেক ধারাবাহিকের মূল ইউএসপি এই শিশু শিল্পীরা। আর তাদেরই যদি ৫ ঘন্টার কম রাখা হয়, তাহলে ধারাবাহিক গুলোতে খারাপ প্রভাব পড়বে। এখন দেখার কি হয়।

× close ad