বর্তমানে টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হতেই মাথায় হাত মিঠাই ভক্তদের। তাদের সবার প্রিয় মিঠাই ধারাবাহিক (Mithai Serial) নিজেদের জায়গা ধরে রাখতে পারলনা। মিঠাইকে টপকে গেল ফুলঝুড়ি। নায়ক ছাড়াই ফুলঝুড়ি তার ম্যাজিক দেখিয়ে দিয়েছে, মিঠাইকে একেবারে কুপোকাত করে দিয়েছে। মিঠাই এর জায়গা দখল করে নিয়েছে ফুলঝুড়ি। টিআরপি তালিকায় ফুলঝুড়ি রয়েছে প্রথমে, আর মিঠাই একেবারে ষষ্ঠ স্থানে।
তাই টিআরপি তালিকা ঠিক রাখতে ‘মিঠাই’ ধারাবাহিক নির্মাতা শুরু করেছে ম্যাজিক। ধারাবাহিকে আনছেন নতুন টুইস্ট। যাতে টিআরপি তালিকায় প্রথমে থাকতে পারে। খুব তাড়াতাড়ি ধারাবাহিকে আসছেন, নতুন নায়িকা। জনপ্রিয় মডেল সঞ্চালিকা অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যানার্জী (Oeandrila Banerjee)। অভিনেত্রী খুবই জনপ্রিয়। এর আগেও অভিনয় করতে দেখা গিয়েছিল। ‘পিলু’ ধারাবাহিকে মল্লার-রঞ্জার ইন্টারভিউ নিতে ধারাবাহিকে প্রবেশ করেছিলেন।
এর আগেই আমরা দেখেছি প্রমিলা লাহার এন্ট্রি। ওই চরিত্রটি ছিল নেগেটিভ। তবে এই অভিনেত্রী কি ধরনের চরিত্রে ফিরছেন তা জানা যায়নি। তবে অভিনেত্রী এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে অভিনয় করেছেন, একজন অবাঙালির চরিত্রে। সেই চরিত্রটাও ছিল নেগেটিভ চরিত্র। তাই দেখা যাক, এবারে কোন চরিত্রে ফেরেন।
অভিনেত্রী কমার্সের ছাত্রী ছিলেন। পড়াশোনা শেষ করে, প্রাইভেট কোম্পানির শো পরিচালনা করতেন। এর পাশাপাশি তিনি মেগা সিরিয়ালেও কাজ করতেন। এরপর এই কাজ করতে করতে তাঁর কাছে বড় পর্দায় কাজের সুযোগ আসে। ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমায় প্রথম কাজ করেছিলেন। তারপর একে একে ‘চলো পাল্টাই’, ‘অরুন্ধতী’ সিনেমায়।
২০১৭ তে ‘মা দূর্গা’ ধারাবাহিকে অভিনয় করতে করতে বিরতি নিয়েছিলেন বেশ কিছু বছর। শারীরিক অসুস্থতার কারণে তিনি বিরতি নিয়েছিলেন। মেডিসিনের বদলে তিনি নিজের জন্য সময় বের করে, নিজেকে ভালো রাখার চেষ্টা করেছেন। নিজেকে ভালো রাখতে গিয়ে, মেডিটেশন নিয়ে শুরু করেন পড়াশোনা। যাতে অন্যজনকেও সাহায্য করতে পারেন। এর পাশাপাশি তিনি দেশে বিদেশে শোয়ের সঞ্চালনা করেছেন। তারপরেই আবার অভিনয়ে ফেরেন।
View this post on Instagram
প্রসঙ্গত, মিঠাই এখন টিআরপি তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছে গত দুই সপ্তাহ যাবৎ মিঠাই তালিকায় নিচের দিকে। তবে ইটা প্রথমবার নয় এর আগেও মিঠাইতে এমন ওঠানামা দেখা গেছে। মিঠাই ধারাবাহিক আবারও নতুন চমক নিয়ে দর্শকের আকর্ষণ হওয়ার চেষ্টায়। নতুন মিষ্টির থালি কনসেপ্ট তুলে ধরা হয়েছে ধারাবাহিকে। যা দর্শকের কাছে তাদের আবারও নিশ্চই জনপ্রিয় করে তুলবে।