বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হলেন কৌশিক সেন (Koushik Sen)। তাঁকে আমরা বর্তমানে দেখতে পাই জনপ্রিয় সিনেমা কিংবা ওয়েব সিরিজে। তবে তিনি ধারাবাহিকেও অভিনয় করছেন। এই যেমন তাঁকে এখন দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) এর মুখ্য চরিত্র অরিন্দমের ভূমিকায়। তবে এটা তার প্রথম ধারাবাহিক নয়, এর আগেও তিনি ‘রাইকিশোরী’, ‘গানের ওপারে’, ‘সিঁদুরখেলা’ প্রভৃতি ধারাবাহিকে কাজ করেছেন।
তবে মাঝখানে অনেক দিন তিনি ছোটপর্দায় কাজ করেননি। তিনি বড় পর্দায় ব্যস্ত ছিলেন। কিন্তু এই ‘গোধূলি আলাপ’-এর মধ্যে দিয়ে আবার ছোট পর্দায় ফিরলেন। এই ধারাবাহিকে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। এই ধারাবাহিকের কাহিনী অন্য ধারাবাহিকের থেকে একটু অন্যরকম। অসমবয়সী প্রেমের উপাখ্যান। মাঝবয়সী উকিল অরিন্দমের সাথে নোলকের প্রেম নিয়ে প্রথম দিকে ট্রোল হলেও, বর্তমানে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
তাদের দুজনের বয়সের এত ব্যবধান যে মনেই হয় না তারা স্বামী-স্ত্রী। তবে অরিন্দমের বাড়ির কিছু লোকেদের নোলক কে পছন্দ নয়, তারা চান নোলক বাড়ি থেকে বেড়িয়ে যাক। অনেকেই ষড়যন্ত্র করে নোলকের বিরুদ্ধে। নোলক এবং অরিন্দম দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না একে অপরকে। তাদের বয়সের ব্যবধানই আজ তাদের ভালোবাসার পথের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে উদগ্রীব হয়ে আছেন দর্শকরা, কবে তাদের মিলন ঘটবে।
এর মাঝেই গল্পে এল নতুন টুইস্ট। ধারাবাহিকের প্রোমো দেখে অবাক হচ্ছেন দর্শকরা। প্রোমোতে নোলকের কীর্তি দেখে সকলেই অবাক। অনেকে বলছেন এরকম কীর্তি আর কোনও ধারাবাহিকে দেখিনি। অরিন্দমের আবার বিয়ে দেবে বলে নোলক অরিন্দমের জন্য পাত্রী খুঁজছে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল নোলক অরিন্দম বিয়ে করতে রাজি হয়েছিল। তাদের বিয়ে হয়েই যেত কিন্তু বাধা সৃষ্টি করল রোহিনী।
আরও পড়ুনঃ সিরিয়াল চুরিতে ক্ষতির মুখে বিনোদন ব্যবসা, আইনি পদক্ষেপের পথে এবার ধারাবাহিক নির্মাতারা
সম্প্রতি এবার যে নতুন প্রোমো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, রায়বাড়িতে হাজির হয়েছেন ঘটক। সে নানান মেয়েদের ফটো দেখাচ্ছে, ঘটক যখন জিজ্ঞাসা করে পাত্র কে? তখন নোলক জানান, পাত্র হল আমার বর। এই কথা শুনে তো ঘটক মশাইও অবাক। আর অবাক হবেনা কেন? কে এমন নিজের বরের জন্য পাত্রী খোঁজেন। নোলক ঘটককে জানান, এমন একটি মেয়ে প্রয়োজন যে শিক্ষিতা, সমবয়সী, দেখতে সুন্দর, ভালো ঘরের মেয়ে দরকার। এরপর সে বলে আপনি যেসব মেয়েদের ছবি দেখালেন তাদের মাসি পিসি থাকলে তাদের ছবি দেখাতে পারেন।
প্রসঙ্গত, নোলকের এই কীর্তি দেখে দর্শকরা হেসে লুটোপুটি খাচ্ছেন। কখনও অরিন্দম নোলকের অন্যত্র বিয়ে দিতে চাইছে তো এখন আবার নোলক চাইছে অরিন্দম অন্য কাউকে বিয়ে করুক। তাদের মিলনের বদলে তাদের মাঝে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। তবে নোলক ও অরিন্দম এই দুই চরিত্রকেই অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন অভিনেতা কৌশিক সেন আর অভিনেত্রী সমু সরকার। তাদের অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা তৈরী করে নিয়েছে। নোলক ও অরিন্দম কবে নিজের মনের ভাবটা একে অপরের কাছে প্রকাশ করতে পারে সেটার অপেক্ষাতেই আছেন দর্শক।