মনে পড়ে সেই জনপ্রিয় ধারাবাহিক ‘নকশি কাঁথা’-র কথা? যা দেখা গিয়েছিল জি বাংলার (Zee Bangla) পর্দায়। ২০১৮ সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকে উঠে এসেছিল দেশভাগের গল্প। জাতিভেদের গল্প। কিন্তু তার মধ্যেই লুকিয়ে ছিল প্রেমের আবহ। মুসলিম পরিবারের মেয়ে অভিনেত্রী মানালি দে (Manali Dey) অর্থাৎ শবনম পড়াশোনা শিখে ডাক্তার হতে চায়। কিন্তু যখন স্কুলে পড়ে তখন তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
সেই বিয়ে থেকে পালিয়ে যায় , শেষ পর্যন্ত বিয়ে করেন একজন হিন্দু ছেলেকে। চিকিৎসক যশোজিতকে। কিন্তু যশোজিতের বিয়ে ঠিক হয়েছিল অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee) অর্থাৎ রোহিণীর সাথে, কিন্তু সেই বিয়ে আর হয়না। প্রথমদিকে গোঁড়া হিন্দু পরিবার শবনমকে মেনে নিতে চায়নি, পরে শবনম নিজের গুণেই ভালো বৌমা হয়ে ওঠে। এই ছিল ধারাবাহিকের মূল কাহিনী। ধারাবাহিকটা বেশ জমেও উঠেছিল। একেবারে অন্যরকমের কাহিনী। যা সাধারণত দেখা মেলেনা।
এই শবনমের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন মানালি দে। আর রোহিণীর চরিত্রে অভিনয় করেছেন স্নেহা চ্যাটার্জী। দুজনের সম্পর্ক টা যেন সাপ আর নেউল। প্রথমদিকে সম্পর্ক এমন হলেও, পরে ঠিক হয়ে যায়। তাই অনেকেই মিস করেন এই জুটিকে। এই জুটি আবারও ফিরছেন নতুন ধারাবাহিকে।
শবনম-রোহিণী ওরফে মানালি এবং স্নেহাকে দেখা মিলবে জি বাংলার পর্দায়। এছাড়াও দেখা মিলবে বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় সহ আরও উল্লেখযোগ্য অভিনেতা অভিনেত্রীকে। চতুর্থ জন কে থাকবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে দেখা যাবে।
স্নেহা চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার কবীর চরিত্রে। আর দুজনের নায়ক সম্পর্কে এখনও জানা যায়নি। ধারাবাহিকের নাম সম্পর্কে জানা যায়নি। কোন স্লটে আসবে তাও জানা যায়নি। সবেমাত্র লুক সেট হয়েছে। চলতি সপ্তাহেই হবে ধারাবাহিকের প্রোমোর শ্যুটিং।