মাত্র ৩ মাসেই নতুন প্রাপ্তি ‘পঞ্চমী’র! উচ্ছসিত কলাকুশলীরা সহ অনুরাগীরা

বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা। এই রিমেকের ধারা অনেকদিন থেকেই চলে আসছে, এটা নতুন নয়। ওগো বধূ সুন্দরী, বউ কথা কও, মা, শ্রীময়ী, ভুতু

Saranna

panchomi serial going to remake in telegu language

বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা। এই রিমেকের ধারা অনেকদিন থেকেই চলে আসছে, এটা নতুন নয়। ওগো বধূ সুন্দরী, বউ কথা কও, মা, শ্রীময়ী, ভুতু , মিঠাই সহ আরও অনেক বাংলা ধারাবাহিক বিভিন্ন ভাষাতে রিমেক হয়েছে। শুধু তাই নয়, বাংলার থেকেও রিমেক গুলো আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। তবে শোনা যাচ্ছে, এই রিমেক ধারাবাহিকের তালিকায় দেখা গেল আরও একটি ধারাবাহিকের নাম।

স্টার জলসার (Star Jalsha) অতীব জনপ্রিয় একটি ধারাবাহিকের নাম হল ‘পঞ্চমী’ (Panchomi)। মূলত সাপ নিয়েই ধারাবাহিকের কাহিনী। এতদিন সাপ সম্পর্কিত ধারাবাহিক হোক বা সিনেমা সবটাই আমরা দেখে এসেছি অন্য ভাষায়। বিশেষ করে হিন্দি ভাষাতেই দেখা গেছে। তবে বাংলা ভাষাতেও দেখা গেছে তা রিমেক হিসেবে দেখা গেছে। কিন্তু এই প্রথম বাংলা ভাষার ধারাবাহিক নির্মাতারা নিজস্ব ভাবে সাপেদের কাহিনী তুলে ধরেছে বাংলার ধারাবাহিক চ্যানেলে।

panchomi serial going to remake in telegu

পঞ্চমীর ভূমিকায় দেখা যাচ্ছে, ‘অপরাজিতা অপু’ এবং ‘বৌমা একঘর’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে’কে । আর তাঁর বিপরীতে দেখা যাচ্ছে, ‘ওগো বধূ সুন্দরী’র পর ‘আপনজন’, ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ খ্যাত অভিনেতা রাজদীপ গুপ্তকে। এই ধারাবাহিকের কাহিনী এতটাই জনপ্রিয় হয়েছে যে, অন্য ভাষায় বিরাজ করতে দেখা যাবে।

শোনা যাচ্ছে, ‘পঞ্চমী’ ধারাবাহিক এবার তেলেগুতে রিমেক হতে চলেছে। রিমেক ধারাবাহিকের নাম হবে, ‘নাগা পঞ্চমী’। এর আগে বাংলার অনেক ধারাবাহিক শুধু তেলেগু নয় আরও অনেক ভাষায় রিমেক হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ‘কৃষ্ণকলি’, ‘ গাঁটছড়া’, ‘খড়কুটো’, ‘মিঠাই’ সহ আরও অনেক ধারাবাহিক।

panchomi serial remake in telegu

উল্লেখ্য, টিআরপি তালিকায় ‘পঞ্চমী’ ধারাবাহিককে প্রথমে দেখা না গেলেও, পঞ্চম নম্বর স্থানে তার দেখা মেলে। ইচ্ছেধারী নাগের গল্প বর্তমান সময়ে এসেও বেশ হিট করছে। এর আগে পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দের ধারাবাহিক মাত্র তিন মাসেই বন্ধ হয়েছে। আর সেই ক্ষততে প্রলেপ লাগিয়ে সফল পঞ্চমী ধারাবাহিক। অন্যদিকে জনপ্রিয়তার জন্য রিমেকও হচ্ছে। তাই বলায় যায়, বর্তমানে পঞ্চমীর জয়জয়কার।

× close ad