মাত্র ২ মাসেই নতুন প্রাপ্তি ‘পঞ্চমী’র ঝুলিতে! উচ্ছসিত কলাকুশলী সহিত অনুরাগীরা

 বাংলা ধারাবাহিকের রিমেক হয়, তবে  সেটা হয় ধারাবাহিক শেষ হলে, কিংবা ধারাবাহিকের বয়স পাঁচ -ছয় মাস হলে। কিন্তু কখনো শুনেছেন ধারাবাহিকের বয়স যখন দু মাস,

Saranna

panchomi serial going to remake in telegu language

 বাংলা ধারাবাহিকের রিমেক হয়, তবে  সেটা হয় ধারাবাহিক শেষ হলে, কিংবা ধারাবাহিকের বয়স পাঁচ -ছয় মাস হলে। কিন্তু কখনো শুনেছেন ধারাবাহিকের বয়স যখন দু মাস, তখনই অন্য ভাষায় সেই ধারাবাহিক রমরমিয়ে চলছে। দেখেননি না? এবার এরকমই কিছু একটা ঘটল। স্টার জলসায় সম্প্রচারিত ‘পঞ্চমী’ ধারাবাহিকের বয়স মাত্র দু মাস। এই অল্প বয়সেই সে পৌঁছে গেল তামিলে। 

স্টার জলসায় (Star Jalsha) ৫ ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পঞ্চমী’ (Panchomi) ধারাবাহিক। শুরু থেকেই সকলের মন জয় করে নিয়েছে। কারণ বাংলায় সাপ কেন্দ্রীক ধারাবাহিক এটাই প্রথম। এর আগে অনেক বাংলা সিনেমা হয়েছে সাপ কে কেন্দ্র করে। এমনকি অনেক ধারাবাহিকে সাপের ঘটনা দেখানো হয়েছে। কিন্তু শুধুমাত্র সাপ কে কেন্দ্র করে ধারাবাহিক বাংলা ধারাবাহিকে বিরল। হিন্দি চ্যানেলে দেখা গেছে। 

star jalsha upcoming serial panchomi

ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে অপরাজিতা অপু খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে এবং সাথে রয়েছেন টেলিভিশন এবং ওটিটির জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। এই দুই জুটি যে এত ভালো ফল দেবে তা আশাতীত। বেঙ্গল টপার মিঠাইকেও পিছনে দিয়ে এই ধারাবাহিক টিআরপি তালিকায় রয়েছে পঞ্চমে। 

আর এর মধ্যেই শোনা গেল এই ধারাবাহিক এবার পাড়ি দিচ্ছে তামিলে। ‘স্টার মা’ তে আসতে চলেছে এই ধারাবাহিক। এই রিমেক ধারাবাহিকের নাম ‘নাগা পঞ্চমী’। মাত্র দু মাসেই এমন সুন্দর ফলাফল দেখে সকলেই চমকিত। সাফল্যিত সুস্মিতা দে- র পথচলা।

panchomi serial going to remake in telegu

এর আগে তাঁর অভিনীত ধারাবাহিক ‘বৌমা একঘর’ মাত্র তিন মাসেই শেষ হয়ে যায়। যা নিয়ে খুব বিষণ্ণ ছিলেন তিনি, নতুন ধারাবাহিক প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘আমি খুব খুশি হয়েছি এটা দেখে, এই খুশি ভাষায় প্রকাশ করতে পারব না। যখন আগের ধারাবাহিকটি তিন মাসের মাথায় বন্ধ হয়ে যায়, তখন খুব দুঃখ হয়েছিল। আর সেই দুঃখের পর এই ফলাফল। যা পুরানো ক্ষত কে প্রলেপ দিল’।

Related Post