গসিপবিনোদনসিরিয়াল

বরফির পর টিপুর ফেরার পালা, এই অভিনেত্রীর সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছেন ইন্দ্রনীল

স্টার জলসার ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) ধারাবাহিকের মূল চরিত্র সহচরীর থেকেও দর্শকদের বেশ পছন্দের ছিল টিপু অর্থাৎ অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (Indranil Chatterjee) আর বরফি অর্থাৎ অভিনেত্রী অরুনিমা হালদারের জুটি। এই জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে খুব সহজেই। ধারাবাহিক শেষ হয়েছে বটে। বরফিকেও দেখা যাচ্ছে, জি বাংলার নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’- এ মুখ্য ভূমিকায়। কিন্তু সবাই এবার টিপুর খোঁজ করছে টিপু কোথায়?

ধারাবাহিক শেষ হওয়ার পর গুঞ্জন শোনা গিয়েছিল, টিপু -বরফি আবার পর্দায় ফিরছে। কিন্তু সেই গুঞ্জন সবটা সত্যি না হলেও কিছুটা হয়েছে। বরফিকে দেখা গেছে জী বাংলার পর্দায়। কিন্তু টিপুকে এখনও দেখা যায়নি। এবার শোনা যাচ্ছে, সত্যি সত্যিই আবার পর্দায় ফিরছে টিপু। বেশ উল্লেখযোগ্য চরিত্র নিয়ে। নতুন ধারাবাহিকের লুক সেটও হয়ে গেছে।

aay tobe sohochori actor tipu ake indranil chatterjee

টিপু অর্থাৎ অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় নতুন ধারাবাহিকের লুক সেট করে নিয়েছেন। ‘ব্লুজ প্রোডাকশন’-এর নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। নতুন অভিনেত্রীর সাথে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার তিনি জুটি বাঁধছেন ঋতব্রতা দে () এর সাথে। এর আগে ঋতব্রতাকে দেখা গেছে সান বাংলার ‘কন্যাদান’ ধারাবাহিকে বিথির চরিত্রে। সম্প্রতি, কন্যাদান ধারাবাহিকটিরও শেষের খবর পাওয়া যাচ্ছে। এবার নতুন ধারাবাহিকে তাকে ও অভিনেতা ইন্দ্রানীলকে দেখা যেতে চলেছে।

ইন্দ্রনীল নতুন ধারাবাহিক প্রসঙ্গে জানান, ‘আমি প্রথম বার ব্লু’জ প্রোডাকশন এর সঙ্গে কাজ করছি। স্নেহাশিস দার সম্পর্কে অনেক কথা শুনেছি। সেকারণে অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল স্নেহাশিস দার সাথে কাজ করার। অবশেষে সেটা হচ্ছে এই ভেবেই আমি খুশি। তবে সিরিয়ালের গল্প সম্পর্কে আর ঋতব্রতার সঙ্গে কাজ করা প্রসঙ্গে এখনই কিছু বলতে পারছি না, যত ক্ষণ না একসঙ্গে কাজ শুরু হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না’।

indranil chatterjee with ritobrota dey

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, আন্দামানে চুটিয়ে প্রেম করছেন শ্রীমা ভট্টাচার্য এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তবে দুজনে গোপনে ফটোশ্যুট করেছেন । একসাথে দেখা যায়নি তাদের। এই প্রেমের সম্পর্ক কে, এখনও কেউ স্বীকৃতি দেয়নি। এ প্রসঙ্গে ইন্দ্রনীল জানান, ‘শ্রীমা আমার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু বলতে পারব না’।

1Minutenewz Google News Subscribe
Back to top button