শিল্প জগতে প্রয়াত হলেন আরেক শিল্পী। ভারাক্রান্ত হৃদয় সকলের। গত মঙ্গলবার সন্ধ্যাবেলা প্রয়াত হন নৃত্যশিল্পী আরতি রায় (Arati Roy)। তিনি সাঁই নটরাজ ডান্স স্কুলের কর্ণধার ছিলেন। একসময় একাই সামলেছেন এই স্কুলের দ্বায়িত্ব। তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debashree Roy) মা। যে অভিনেত্রী তার নাচে ও অভিনয়ে একসময় সকলের কাছে টলিউড কুইন হিসাবে পরিচিত ছিলেন।
সম্প্রতি, কিছুমাস আগেই অভিনেত্রীকে জী বাংলায় দেখা গিয়েছিল সর্বজয়ার চরিত্রে। অভিনেত্রী এখনও নিজের অভিনয়ে দর্শকের মন জয় করতে সক্ষম। অভিনেত্রীর কাছে তার মা ছিলেন পরম বন্ধু। মায়ের সাথেই থাকতেন অভিনেত্রী। নাচ ও অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরী করেছিলেন তার মা। মাকে হারিয়ে বড় একা হয়ে পড়েছেন অভিনেত্রী।
আরতি দেবীর বয়স হয়েছিল প্রয়াণকালে ৯২ বছর। সবার সাথে বেশ ছিলেন তিনি। তবে ৯ ই আগস্ট অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদির বাড়িতে ছিলেন তিনি। আর সেখানেই ঐদিন পড়ে গিয়ে মাথায় চোট পান আরতি দেবী। অনেকটা রক্তক্ষরণও হয়েছিল। চিকিৎসাধীন ছিলেন মেয়ের বাড়িতেই। তখন থেকেই আরতি দেবীর স্বাস্থ্য বিশেষ ভালো ছিলনা। আর গত মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই খবর সোশ্যাল মাধ্যমে জানান আরতি দেবীর নাচের স্কুলের এক ছাত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘মাসিমা, শ্রীমতি আরতি রায় আর আমাদের মধ্যে নেই। সাঁই নটরাজ ডান্স স্কুলকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। আমি সেই নাচের স্কুল থেকেই ক্রিয়েটিভ নাচ শিখেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। অনেক কিছু শিখেছি। দেবশ্রীদি ও তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাই। ওম শান্তি।’
অভিনেত্রীর দিদি কৃষ্ণা মুখার্জী তিনিও মায়ের শোকে বিহ্বল। তার মেয়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী রানী মুখার্জীও দিদিমাকে হারিয়ে খুবই দুঃখিত। নৃত্যজগৎ শোকস্তব্ধ। মৃত্যুর সময় দুই মেয়েকেই পাশে পেয়েছিলেন। অভিনেত্রী দেবশ্রী নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছিলেন মাকে। কেওড়াতলা শ্মশানে আরতিদেবীর শেষকৃত্য সম্পন্ন করা হয়।