মা কালী শুন্য ‘রামপ্রসাদ’! TRP না থাকায় কি শেষের পথে ধারাবাহিক? জবাব দিলেন কুশলীরা

শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad)। অতীতেও প্রমাণ মিলেছে ভক্তিমূলক ধারাবাহিকের জনপ্রিয়তার। এবারেও তার অন্যথা হয়নি।

Saranna

payel de not seen in serial is ramprasad end soon ask audience

শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad)। অতীতেও প্রমাণ মিলেছে ভক্তিমূলক ধারাবাহিকের জনপ্রিয়তার। এবারেও তার অন্যথা হয়নি। ধারাবাহিকে দেখা গিয়েছে, জনপ্রিয় অভিনেতা সবস্যাচী চৌধুরীকে দেখা গিয়েছে সুস্মিলি আচার্য্যকে, দেখা গিয়েছে পায়েল দে (Payel De) কে। তিনজনেই দর্শকদের মন জিতে নিয়েছে।

কিন্তু দুঃখের বিষয় হল অভিনেত্রী পায়েল দে (Payel De) ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন? এই জনপ্রিয় ধারাবাহিকে পায়েল দে-কে দেখা গিয়েছিল মা কালীর চরিত্রে। পায়েল বরাবরই ভক্তিমূলক চরিত্রে দর্শকদের মন  জিতে নিয়েছে। তিন তিনবার তিন রকমভাবে দূর্গার চরিত্রে দর্শকদের তাক লাগিয়েছে। শুধু দূর্গা নয়, বেহুলা চরিত্রেও দর্শকদের মন জিতে নিয়েছেন।

star jalsha upcoming serial ramprasad coming after guddi end

আর সে কারণেই তো তাঁর জন্য নির্মাতারা ভেবেছেন মা কালীর চরিত্র। সেই চরিত্র তাঁর অভিনয়ে বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে।কিন্তু কয়েকদিন হল দর্শকরা লক্ষ্য করেছেন মা কালীকে আর দেখা যাচ্ছে না। যে জন্য দর্শকরা মুখিয়ে থাকতেন সেই চরিত্র এবং সেই অভিনেত্রীকে দেখা যাচ্ছে না। তাহলে কি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন?

আর তাই দেখা মিলছেনা তাঁর। এ প্রসঙ্গে রামপ্রসাদ টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, আসলে বর্তমানে যে পর্ব চলছে, সেখানে মা কালীর অতটা ভূমিকা নেই, তাই দেখা যাচ্ছে না। অভিনেত্রী পায়েল দে (Payel De) অভিনয় ছাড়েননি। পরবর্তীতে যে এপিসোড আসতে চলেছে, তাতে দেখা যাবে মা কালীকে। মুখ্য ভূমিকাতেই থাকবেন। উল্লেখ্য, এখন ধারাবাহিকের চাপ কম, বেশি রোল নেই।

netizen praised payel de for her get up in ramprasad serial

তাই ছুটি পেয়েই পরিবারের সঙ্গে সময় কাটাতে রওনা দিয়েছিলেন শহর থেকে দূরে। স্বামী আর পুত্রকে নিয়ে বেড়িয়ে পড়েছিলেন সাগরের বালিতে মাখামাখি করতে। ছোটো থেকেই পায়েল দে (Payel De) বেশ ভালোবাসেন ঘুরতে, আর তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। একবার তো পূজোর সময় কালিম্পং- এর কোলাখাম- এ ঘুরতে গিয়ে পাহাড়ের ধসের মুখে তিনদিন আটকে পড়েন। কোনোরকমে বিপদ কাটিয়ে বাড়ি ফেরেন।

× close ad