Phulki : জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু থেকেই যে ধারাবাহিক বাজিমাত করেছে সেই ধারাবাহিকটি হল ‘ফুলকি’। নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল (Divyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose) অভিনীত ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রোহিত এবং ফুলকির সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা। তিক্ততার ভাবনার যেন বেশি। তাও দর্শকমনে জায়গা করে নিয়েছে।
ধারাবাহিক শুরু হওয়ার প্রথম থেকে দেখা গিয়েছিল, রোহিত কখনোই ফুলকিকে বিয়ে করতে চায়নি, বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে রোহিতকে বিয়ে করতে হয়। এখনো পর্যন্ত রোহিত মেনে নিতে পারেনি ফুলকিকে। রোহিত ভালো না বাসলেও, ফুলকি রোহিতকে খুবই ভালোবাসে। সেটা রোহিত জানতে পারলেও, সেদিকে ধেয়ে যাননি। তবে ফুলকি নিজের ভালোবাসায় দৃঢ়প্রতিজ্ঞ। ফুলকি সবসময় রোহিতের পাশে রয়েছে।
এদিনের পর্বে দেখা যায় রোহিতের জন্মদিনে ফুলকি নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়াতে যায়, আর ঠিক তখনই এসে উপস্থিত হয় প্রাক্তন স্ত্রী শালিনী।। তাকে দেখে রোহিত অবাক হয়ে যায়। আর এর মাঝেই দেখা গেল ফুলকি আর রোহিতের নতুন সম্পর্ক। রোহিত হয়ে গেল বাবা আর ফুলকি হয়ে গেল মেয়ে। ভাবছেন কি করে সম্ভব? তাই তো।
চলতি বছরের জি বাংলার মহালয়াতে দেখা যাবে এই দুই জুটির। তাদের দুজনকে দেখা যাবে বাবা-মেয়ের সম্পর্কে। রোহিত অর্থাৎ অভিষেক বসুকে দেখা যাবে মহাদেবের ভূমিকায় আর ফুলকি তথা দিব্যাণীকে দেখা যাবে দেবী লক্ষীর ভূমিকায়। পুরাণ মতে মহাদেব এবং লক্ষীর সম্পর্ক বাবা-মেয়ের। ইতিমধ্যেই সেই লুক প্রকাশ্যে এসে গেছে। সকলেই অপেক্ষায় রয়েছেন মহালয়া দেখার জন্য।
View this post on Instagram
প্রসঙ্গত, এবারে জি বাংলার মহালয়া ২০২৩ (Zee Bangla Mahalaya 2023) অনুষ্ঠানের নাম হল ‘নবপত্রিকা’ (Nabapatrika)। এখানে অভিনয় করতে দেখা যাবে, দিতিপ্রিয়া রায়, মোহনা মাইতি , পল্লবী শর্মা, মানালি দে, শ্বেতা ভট্টাচার্য, আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস, শ্রাবণী ভুঁইয়া, অঙ্কিতা মল্লিককে। জি বাংলার প্রায় সকল নায়িকায় থাকছে মহালয়াতে।