সফল হল রুদ্রর চাল! শালিনীকে বাঁচাতে না পারার আক্ষেপে বড় পদক্ষেপ নিল রোহিত

Phulki : জি বাংলার (Zee Bangla) বেঙ্গল টপার সিরিয়াল ‘ফুলকি’। শুরু থেকেই এই সিরিয়াল দর্শকদের মন জয় করেছে। রোহিত আর ফুলকির জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে

Nandini

phulki serial rohit take a dangarous action in regrats

Phulki : জি বাংলার (Zee Bangla) বেঙ্গল টপার সিরিয়াল ‘ফুলকি’। শুরু থেকেই এই সিরিয়াল দর্শকদের মন জয় করেছে। রোহিত আর ফুলকির জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমাঝে। শুরু থেকেই টিআরপি তে বেশ ভালো ফল করতে দেখা গেছে সিরিয়ালটিকে। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে বিরাট এক টুইস্ট পর্ব। সম্প্রতি, রোহিত আর ফুলকি নিজেদের মাঝে সব দ্বিধা কাটিয়ে আবার একবার বিয়ের বাঁধনে বাঁধা পড়েছে।

তবে রোহিত-ফুলকির বিয়ের প্রথম রাতেই শহরে দেখা দেয় দুর্যোগ। প্রবল বৃষ্টি আর ঝড়ের দাপটে চারিদিক লন্ডভন্ড। ফুলকিরা সকলে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তৎপর হয়ে ওঠে। তারা যেভাবে সম্ভব সকলকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যায়। তবে এই দুর্যোগেও নিজেদের ফায়দাটা বুঝে নিতে ভোলেনি রুদ্ররূপ কিংবা শালিনী।

দুর্যোগের বাহানায় রুদ্র আবার শালিনীকে রোহিতদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। প্রথমে ফুলকি না চাইলেও আপত্তি করতে পারেনি। আর সেটাই ছিল তাদের বড় ভুল। শালিনী রুদ্ররূপের সাথে প্ল্যান করে ফুলকিকে শেষ করতে চেয়েছিল। কিন্তু বন্যায় ভেসে যায় শালিনী নিজেই। যদিও শালিনী সত্যি ভেসে গেছে নাকি এটা তার কোনো চাল তা সময়ই বলবে।

আরও পড়ুনঃ বিয়ের ১ রাতেই সব শেষ করে দিল অনির্বান, বাড়ি ফিরে গেল রাই! ফাঁস ধামাকা পর্ব

তবে শালিনীর এই ভেসে যাওয়াকে কাজে লাগিয়ে রোহিতকে সকলের সামনে নানাভাবে মানসিক চাপ দিয়ে অপদস্ত করে চলেছে রুদ্র, ইশিতা সকলে। রোহিতকে এইভাবে কষ্টে দেখতে না পেরে শালিনীকে নিজে খোঁজার দ্বায়িত্ব নিয়েছে ফুলকি। কিন্তু শালিনী রোহিতের কারণে ভেসে গেছে এই কথাটাই রোহিত কিছুতেই মেনে নিতে পারছেনা। আর সেই আত্মগ্লানি থেকেই রোহিত এক মারাত্বক পদক্ষেপ নিয়ে বসে।

রোহিত নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা করে। কারণ শালিনী রোহিতের সাথে যতই খারাপ করে থাকুক না কেন সে যে শালিনীকে মনে মনে ভালোবেসে গেছে। তাই শালিনীর সাথে হওয়া এমন ঘটনা সে মেনে নিতে পারছেনা কিসিক্সহুতেই। সকলে রাতে ঘুমিয়ে পড়লে রোহিত বাথটবে আত্মহত্যা করার চেষ্টা করে। তবে এবার দেখার সঠিক সময়েও ফুলকি তাকে বাঁচিয়ে নিতে পারে কিনা?

× close ad