পিলু অভিনেত্রী মানসী সেনগুপ্ত বাস্তবে যমজ বোন! আরেক বোনও করেন অভিনয়, রইল দুই বোনের আসল পরিচয়

জী বাংলার ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ মনে আছে নিশ্চই সকলের। এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। অভিনেত্রী স্বস্তিকা, অভিনেতা ক্রুশল আহুজার রসায়ন পর্দায় দর্শকের নজর

Desk

pilu actress manosi sengupta has twin sister2

জী বাংলার ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ মনে আছে নিশ্চই সকলের। এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। অভিনেত্রী স্বস্তিকা, অভিনেতা ক্রুশল আহুজার রসায়ন পর্দায় দর্শকের নজর কেড়েছিল। এখনও রাধিকা-কর্ণের জুটিকে খুব মিস করেন দর্শক। আবার তাদের একসাথে পর্দায় দেখতে দর্শক বেশ আগ্রহী। যদিও তাদের নতুন করে জুটি বাঁধার কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে দর্শকের ভালোবাসায় হয়তো তারা আবার একসাথে পর্দায় ফিরতেই পারেন।

তবে আজ আপনাদের ওই ধারাবাহিকের অপর একটি চরিত্র সম্পর্কে জানাতে চলেছি কিছু অজানা তথ্য। ধারাবাহিকের পায়েল সেনকে মনে আছে নিশ্চই সকলের। যে বারংবার রাধিকা ও কর্ণের জীবনে নানারকম সমস্যার সৃষ্টি করে যেত। সেই অভিনেত্রীকে ভোলার কথা নয় কারুরই। পায়েল সেনের চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)।

actress manosi sengupta has twin sister

অভিনেত্রীর পরিবার, স্বজন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়না। তবে আজ আপনাদের অভিনেত্রীর পরিবার সম্পর্কিত এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রদান করতে চলেছি যা আপনারা অনেকেই হয়তো জানেন না। অভিনেত্রী বাস্তব জীবনে তিন বোন। ভাবছেন নিশ্চই তাতে আপনার কি? আসলে অভিনেত্রী বড়ো আর তার যে ছোট বোন ‘রাইমা সেনগুপ্ত’ তাকেও আপনারা অনেকেই চেনেন কিন্তু অভিনেত্রীর বোন হিসাবে নয়।

রাইমা সেনগুপ্ত (Raima Sengupta) কালারস্ বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘জয় জগন্নাথ’ এ সুভদ্রার ভূমিকায় অভিনয় করেন। জানতেননা তো? তবে আরও আশ্চর্য হবেন তাকে দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো তিনি অভিনেত্রী মানসী সেনগুপ্তই। কারণ অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও তার বোন অভিনেত্রী রাইমা সেনগুপ্ত এই দুই বোনকেই প্রায় একই রকম দেখতে। এই অভিনেত্রীদের দেখলে সকলেই গুলিয়ে ফেলতে বাধ্য হবেন কে রাইমা আর কে মানসী।

actress manosi sengupta has twin sister

আরও পড়ুনঃ শুধু টিভির পর্দাতেই নয় বাস্তবেও দুই বোন! যমুনা ঢাকির নায়িকারা, রইল আসল পরিচয়

কিছু আগে এই দুই বোন দিদি নং ১ এর মঞ্চে একসাথে খেলতেও এসেছিলেন। তারা যেমন বোনের মতো ঝগড়া করেন তেমনই একে অপরের বন্ধুও। মানসী অভিনয় জগতে আছেন প্রায় ৪ বছর। তাকে দেখেই রাইমার অভিনয় জগতে প্রবেশ। তবে রাইমাও জানিয়েছেন যে মানসী এই অভিনয় জগতে তার একজন অভিজ্ঞ পথপ্রদর্শক। তিনি মেনে চলার চেষ্টা করেন দিদির কথা গুলো।

 

View this post on Instagram

 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)


প্রসঙ্গত, মানসী একজন ভার্সেটাইল অভিনেত্রী। তিনি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ওয়েব প্লাটফর্মেও কাজ করেছেন। তার অভিনীত প্রতিটি চরিত্র দর্শকের কাছে বেশ জীবন্ত। অভিনেত্রী যেকোনো চরিত্রেই অসাধারণ অভিনয় করেন। তার পায়েল সেন চরিত্রে দর্শকের কাছে সেরা ভিলেন প্রতিপন্ন হয়েছিলেন তিনি। সে এখনও দর্শকের কাছে খল চরিত্র পায়েল সেন হয়েই বেশি পরিচিত।

আরও পড়ুনঃ যমজ অভিনেতা প্রান্তিক ব্যানার্জী! দিদি নং ১ এর মঞ্চে ভাইয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতার মা

 

View this post on Instagram

 

A post shared by Raima Sengupta (@sengupta__raima)


এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার এই চরিত্রে অভিনয়ের সময় তিনি দর্শকের কাছ থেকে প্রচুর খারাপ মন্তব্য পেয়েছেন। দর্শক বিভিন্ন রকমের কথা তাকে বলতেন। অনেকে অভিযোগ করতেন সে কেন রাধিকা কর্ণকে শান্তিতে থাকতে দেয় না। অভিনেত্রী স্পষ্ট উত্তর দিয়ে জানিয়েছিলেন, এটা তার খারাপ লাগার জায়গা নয় বরং তার প্রাপ্তি। তিনি পর্দায় ভিলেন চরিত্রে সফল তাইতো তাকে সকলে ঘৃণা করেন। কিন্তু অভিনেত্রী হিসাবে তার অনুরাগী সংখ্যা মোটেও কম নয়।

Related Post