আমরা দেখেছি, স্টার জলসায় (Star Jalsha) টিআরপির (TRP) কারণে শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিক। আর তার বদলে আসছে নতুন ধারাবাহিক। এরকমই পথ অনুসরণ করলে জি বাংলা। জি বাংলা (Zee Bangla) ইতিমধ্যেই নতুন নতুন দুটি প্রোমো ভিডিও সকলের সামনে এনেছেন। নতুন প্রোমো আসা মানেই বোঝা যাচ্ছে, পুরানো ধারাবাহিকের অবসান ঘটবে শুরু হবে নতুন ধারাবাহিক।
সেই মত দেখা যাচ্ছে, রাত আটটার মিঠাই ধারাবাহিক পৌঁছে যাচ্ছে, সন্ধ্যা ৬ টার স্লটে।আর সন্ধ্যা ৬ টার পিলু (Pilu) ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। আর রাত আটটায় দেখা মিলবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। আর এই খবরে বিষণ্ণ কলাকুশলী থেকে অনুরাগীরা। এতদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, বর্তমানে সেটা সত্যি হল। তাই এমন মনখারাপ।
১০ ই জানুয়ারি ২০২২ সালে শুরু হয়েছে পিলু ধারাবাহিক। কিন্তু এক বছর যেতে না যেতেই শেষের পথে। টিআরপি ভালো না থাকায় এমন অবস্থা। শাস্ত্রীয় সঙ্গীত এবং লোক সঙ্গীতের প্রেক্ষাপট ছিল এই ধারাবাহিকের কাহিনী। গ্রামের মেয়ে পিলু, সে সঙ্গীত প্রেমী মানুষ। তাই সঙ্গীতের আলোকে নিজেকে নিমজ্জিত করতে পৌঁছেছিল গঙ্গাতীরের চন্দননগরে। এরপর ঘটে নানান কাহিনী। এইভাবেই এগোয় গল্প।
জি বাংলার ডান্স বাংলা ডান্স এর প্রতিযোগী মেঘা দাঁ (Megha Daw) এর নৃত্য সকলের পছন্দ হয়। আর এই মঞ্চ থেকেই সকলের মন কেড়েছিল। এখান থেকেই শুরু হয়, তার ইন্ডাস্ট্রির জয়যাত্রা। তাই শেষ দৃশ্যের শ্যুটিং এ আগেবপ্রবণ মেঘা। নেটপাড়ায় একটি পোস্ট করে কথা লিখেছেন তিনি।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, ‘এই জার্নি থেকে অনেক কিছু শিখলাম, যেটা আমায় সাহায্য করবে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে। আপনারা সবাই না থাকলে আমি পিলু হয়ে উঠতে পারনাতাম না। সবাই অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থাকবেন, ধন্যবাদ সকলকে, যারা ঐতিহাসিক ভালবাসা দিয়ে আমাকে নিজেদের ঘরের মেয়ে করে তুলেছেন। আমি কখনও ভাবিনি, জীবনে এত ভালোবাসা পাব। পুরুলিয়া থেকে আজ অবধি যা যা ঘটেছে সব ঘটনা মিস করব। মেঘাও মিস করবে পিলুকে’।