‘এক্কা দোক্কা’ এখন ‘তেক্কা চোক্কা’! রাধিকার আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পোখরাজ

স্টার জলসার (Star Jalsha) একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। মুখ্য চরিত্রে রয়েছেন সোনামনি সাহা  এবং সপ্তর্ষি মৌলিক। ধারাবাহিকের শুরুটা এই দুই মানুষকে নিয়ে

Saranna

pokhraj married again with ranja in ekka dokka

স্টার জলসার (Star Jalsha) একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। মুখ্য চরিত্রে রয়েছেন সোনামনি সাহা  এবং সপ্তর্ষি মৌলিক। ধারাবাহিকের শুরুটা এই দুই মানুষকে নিয়ে হলেও, বর্তমানে দেখা যাচ্ছে সব বদলে গিয়েছে। সোনামনি অর্থাৎ রাধিকার বিপরীতে দেখা যাচ্ছেনা পোখরাজকে , তার বদলে দেখা যাচ্ছে অন্য চরিত্র ড.অনির্বান গুহকে। 

এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন অনুরাগীরা, কারণ পোখরাজ তথা অভিনেতা সপ্তর্ষি মৌলিক সকলেরই অত্যন্ত প্রিয় একটা মানুষ। তাই নায়ক চরিত্র হিসেবে তাঁকে প্রাধান্য না দিয়ে পার্শ্ব চরিত্র ড.অনির্বান গুহকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নায়ক বদলে গেছে। একারণেই দর্শকদের দাবি ছিল, পোখরাজের জীবনে অন্য কাউকে আনা হোক, তবেই রাধিকা জব্দ হবে।

in ekka dokka pokhraj married again with ranja

ধারাবাহিক নির্মাতা ঠিক তাই করলেন পোখরাজের জীবনে আনলেন নতুন মানুষকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো, যেখানে দেখা যাচ্ছে, পোখরাজ আবার বিয়ের পিঁড়িতে বসেছে। রঞ্জাবতীর সাথে তাঁর বিয়ে হচ্ছে। রঞ্জাবতীকে পোখরাজ বলে, ‘ আমার কিন্তু কোনো দায় নেই। এ বিয়ে মিথ্যে বিয়ে’। মেয়েটি মনে মনে ভাবে, ‘আমার কাছে এটা সত্যি বিয়ে, তুমি আমার স্বামী। ‘এরপর পোখরাজ সিঁদুর তুলতে যায়, তখন সেখানে পৌঁছে যায় রাধিকা।

এবার কী হবে সেটাই দেখার। পোখরাজ এই বিয়েতে কোনোক্রমেই রাজি ছিলনা। পোখরাজকে যারা কিডন্যাপ করে নিয়ে গেছে, সেই দলের লিডার একজন গুন্ডা মেয়েটির বাবা। মেয়েটির বাবা শর্ত দেয়, যদি পোখরাজ তার মেয়েকে বিয়ে করে তবেই সে পোখরাজকে পালাতে সাহায্য করবে। আর তাই বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়।

তবে অনেকেই চাইছেন না পোখরাজের সাথে এই মেয়েটির বিয়ে হোক। এমনকি অনেকেই অনুরোধ জানিয়েছেন মেয়েটিকে নেগেটিভ চরিত্রে যেন না পরিবর্তন হয়। তবে এই রঞ্জাবতীর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন সান বাংলার ‘কন্যাদান’ খ্যাত অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তী। সকলেই তাঁর অভিনয়ে মুগ্ধ। শান্ত-শিষ্ট অভিনয় দেখে দর্শকরা আবেগে ভাসছেন।

× close ad