মুখে ভর্তি কাঁচাপাকা দাড়ি, এ কোন রূপে প্রসেনজিৎ? বুম্বাদার ছবি ফাঁস হতেই হৈচৈ দর্শকমহলে!

Prosenjit chatterjee : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) মানেই বাঙালীর একটা আবেগ একটা আলাদা অনুভূতি। আর প্রসেনজিৎ এর নতুন সিনেমা মানেই, তাকে নতুনভাবে, ভিন্নরূপে দেখা। সকলেই

Saranna

prosenjit chatterjee's new look viral on social media

Prosenjit chatterjee : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) মানেই বাঙালীর একটা আবেগ একটা আলাদা অনুভূতি। আর প্রসেনজিৎ এর নতুন সিনেমা মানেই, তাকে নতুনভাবে, ভিন্নরূপে দেখা। সকলেই অপেক্ষায় থাকেন সেটার। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল দশম অবতারের পর আবার নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা। একেবারে অন্য লুকে দেখা যাবে।

অনেক আগেই শোনা গিয়েছিল শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত নতুন ছবি ‘দেবী চৌধুরানী : বাংলার দস্যু রানী (Devi chowdhurani : Bandit Queen of Bengal)তে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সবার লুক প্রকাশ্যে এলেও প্রসেনজিৎের লুক প্রকাশ্যে আসেনি। এখানে তাঁকে দেখা যাবে ভবানী পাঠকের চরিত্রে। সেই লুক কেমন? সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই শেয়ার করেছেন। কোনোরকম ফটোশ্যুট করেননি। নিজেই ছবি তুলে নিজেই শেয়ার করেছেন।

prosenjit chatterjee's devi chowdhurani's look viral

একটা আয়নার সামনে তিনি বসে রয়েছেন। মাথায় লাল পাগড়ি, পরনে গেরুয়া বসন, কপালে লাল তীলক, মুখে কাঁচা পাকা বড় দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা। পাশে রয়েছে পরিচালক। দুজন দুজনের সাথে কথায় ব্যস্ত। তাঁর এই লুক দেখে সকলেই অবাক। সবাই তাই বলছেন, ‘প্রসেনজিৎ চ্যাটার্জী সব সময় ইতিহাস গড়েন। তিনি এক এবং অদ্বিতীয়।

আরও পড়ুনঃ ‘সারাক্ষন শুধু………’ কি করেন কাঞ্চন? নিজেই জানালেন স্ত্রী শ্রীময়ী

আমাদের সকলের প্রিয় বুম্বা দা ও দেবী চৌধুরানীর পুরো টিমের জন্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা‘। এত দেরীতে লুক প্রকাশ কেন? পরিচালকের  কথায়, ‘দম ফেলার সময় নেই বুম্বাদার একের পর এক কাজ তাই একটু সময় নিয়েছিলাম। ওজন বাড়িয়েছেন, গোঁফ-দাড়ি-চুল, যাতে কোনো অসুবিধা না হয়। তাই সময়টা লেগেছে’।

উল্লেখ্য, প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরানীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)কে, হরবল্লভ রায়ের চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী, রঙ্গরাজের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী। ব্রজেশ্বরের চরিত্রে থাকছেন কিঞ্জল নন্দ, নিশির চরিত্রে থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায়, সাগরের চরিত্রে থাকছেন দর্শনা বণিক। সিনেমার শ্যুটিং শুরু হবে কলকাতা, পুরুলিয়া,বীরভূম ও উত্তরবঙ্গের জঙ্গলে।