‘ত্রিনয়নী’র পর আবারও জী বাংলার পর্দায় ফিরছেন পুষ্পিতা! এতদিন কোথায় ছিলেন অভিনেত্রী? রইল বিস্তারিত

জী বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে আবার এক নতুন সিরিয়াল। যার প্রোমো ইতিমধ্যে জী বাংলার অফিসিয়াল পেজে প্রকাশ পেয়েছে। ‘সোহাগ জল’ (Sohag Jol) ধারাবাহিকে দেখা

Nandini

pushpita mukherjee coming back on zee bangla sohag jol serial

জী বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে আবার এক নতুন সিরিয়াল। যার প্রোমো ইতিমধ্যে জী বাংলার অফিসিয়াল পেজে প্রকাশ পেয়েছে। ‘সোহাগ জল’ (Sohag Jol) ধারাবাহিকে দেখা যাবে এক নতুন জুটিকে। স্টার জলসার ধারাবাহিক ‘গ্রামের রানী বীণাপানি খ্যাত অভিনেতা হানি বাফনা (Honey Bafna) আর জী বাংলার ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। এই নতুন জুটির পর্দার সমীকরণ দেখতে দর্শক ইতিমধ্যেই বেশ উৎসাহিত।

এই ধারাবাহিকে আরও অনেক পরিচিত মুখ দেখতে পাওয়া যাবে। আর দেখতে পাওয়া যাবে অভিনেত্রী পুষ্পিতা মুখার্জীকে (Pushpita Mukherjee)। এক অসাধারণ অভিনেত্রী তিনি। ‘দ্বিরাগমন’, ‘ত্রিনয়নী’, ‘ফেলনা’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে মন জয় করেছেন দর্শকের। কখনও মা কখনও মায়ের সমান বড়ো দিদি তার প্রতিটি চরিত্র দর্শকের কাছে বিশেষ হয়ে রয়েছে।

pushpita mukherjee

স্টার জলসায় ‘ফেলনা’ ধারাবাহিকের পর অভিনেত্রীকে জী বা স্টার এ নয় বরং আকাশ আট চ্যানেলে ‘তোমায় হৃদমাঝারে রাখবো’ সিরিয়ালে দেখা গেছে। অভিনেত্রী একসময় টলিউডের বড়ো পর্দা থেকে সিরিয়ালের ছোট পর্দায় বেশ অনেক গুলি কাজ করেছেন। তবে তাকে বর্তমানে এতটা দেখা যায়না।

pushpita mukherjee in trinayani

এর কারণ অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। অভিনেত্রী নিজেই এখন ছোট অর্থাৎ স্বল্প মেয়াদি চরিত্রে কাজ করতে চান কারণ তিনি নিজের ছেলেকে সময় দিতে চান। তার ছেলে গেমের প্রতি আসক্ত পড়াশুনায় মন দেয়না। কাউন্সিলিং করেও বিশেষ কাজ দেয়নি।তাই অভিনেত্রী নিজেই বিষয়টি নিজের হাতে রেখে ছেলের প্রতি নজর দিতে চান।

একসময় জী বাংলার পর্দায় ‘দিদি নম্বর ১’ গেম শোএর হাত ধরে সঞ্চালনা দিয়েই ছোটপর্দার যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর জী বাংলায় ‘দ্বিরাগমন’ সিরিয়াল দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু করেন। এবার আবার ‘সোহাগ জল’ সিরিয়ালে আবারও ভিন্ন চরিত্রে দেখা মিলতে চলেছে তার। হয়তো এই ধারাবাহিকে তিনি অভিনেতার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। এতদিন বাদে তাকে আবার জী বাংলার পর্দায় নতুন রূপে পেয়ে তার অনুরাগীরা বেশ খুশি হয়েছেন।

× close ad