একসময়ের টলিপাড়ার হিট জুটি রচনা ব্যানার্জী (Rachana Banerjee) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ৩৫ টা সিনেমায়। ৩৫ টা সিনেমায় কাজ করা মানে অনেক বছর একসাথে কাজ করা। এই একসাথে কাজ করতে করতে দুজনের বেশ ভালোই বন্ধুত্ব। আর তাই মাঝে মধ্যেই দুজনের ভালো মুহুর্তের কথা স্মরণ করেন রচনা।
এক শোয়ের অনুষ্ঠানে প্রসেনজিৎ এর বেশ কিছু গোপন কথা ফাঁস করেন। অভিনেতাকে আমরা দেখেছি টিভির পর্দায় বেশ অ্যাকশন হিরো হিসেবে। গুন্ডাদের সাথে মারপিট করতে দেখা যায়, এমনকি তাঁর অভিনয়ে দেখা যায়, এমনিতে বেশ ভালো মানুষ, কিন্তু অন্যায় হলে সবার সাথে প্রতিবাদ করার ক্ষমতা তাঁর রয়েছে। কিন্তু বাস্তব জীবনে সে খুবই ভীতু প্রকৃতির মানুষ।
আর এই ভীতু প্রকৃতির মানুষের সাথে কোনো জায়গায় কনসার্ট করতে গেলে ভয় পেতেন রচনা ব্যানার্জী। কারণটা শুনলে অবাক হবেন! কারণ অভিনেতা খুবই ধীর গতিতে গাড়ি চালায়। কোথাও রাত ৮ টার শো থাকলে সেখানে যাওয়ার জন্য দুপুর ২ টোয় রওনা দিতেন। আর গাড়ির স্পীড থাকত ৪০ এ। এতটাই ধীরে গাড়ি চালাতেন। শুধু তাই নয়, তাঁকে দেখার জন্য অনেক মানুষের ভিড় হত।
আর সেই ভিড় দেখে ভয় পেয়ে তাদের সামনে আসতেন না, লুকিয়ে থাকতেন। উল্লেখ্য, ‘সকাল সন্ধ্যা’, ‘সবুজ সাথী’, ‘সাথী আমার’, ‘চাওয়া পাওয়া’ সহ ৩৫ টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় দর্শকরা তাদের অভিনয় দেখে ভেবেই নিয়েছিলেন, রিয়েল লাইফেও তাঁরা একসাথে এক জুটি। কিন্তু এটা সত্যি হয়নি কখনো।
রচনা ব্যানার্জীরও একটা আক্ষেপ থেকে গেছে, একসঙ্গে ৩৫ টা ছবিতে অভিনয় করেও, কখনও আমার সঙ্গে প্রেম করল না। প্রেমের কথা বলল না। শুধু সিনেমাতেই নায়ক-নায়িকা হয়ে রয়ে গেলাম। তবে প্রেমিক প্রেমিকা নাই বা হল, তাদের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর বন্ধুত্ব। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রচনা ব্যানার্জীর জীবনে শুুধু মাত্র কো-স্টার নন, তাঁর প্রকৃত বন্ধু তথা জীবনের গাইড।