রাজ চক্রবর্তী (Raj chakraborty) পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি হল ‘ধর্মযুদ্ধ’ (DharmaJuddha)। এই ছবিতে ফুটে উঠেছে ধর্মীয় হানাহানির ছবি। ফুটে উঠেছে সাম্প্রদায়িক দাঙ্গার ছবি। খুব সুন্দর একটি ছবি। যা আপনাদের মনে করাবে দাঙ্গার সময় কীরকম ছিল দেশ। হিন্দু মুসলমানের একে অপরের প্রতি কতটা ক্ষোভ বিক্ষোভ ছিল, হিন্দু- মুসলিমের প্রেমের সম্পর্কে একজন কে প্রেমের জন্য কতটা বলিদান দিতে হয়েছে, এই সব কিছু নিয়েই ধর্মযুদ্ধ।
প্রত্যেকের জীবনে দাঙ্গার বীভৎস অতীত রয়েছে, এখনও মানুষ ভুলতে পারেনি, সেই বীভৎস রূপ। এই ছবিতে অভিনয় করেছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত । ছবির সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত, আর গল্পও লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এই সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ই আগস্ট। মুক্তি পাওয়ার পরেই নেটিজেনরা এই সিনেমাটি নিয়ে বয়কটের(Boycott) ডাক দেয়। প্রায় দু বছর অনেক বাধা বিপত্তি কাটিয়ে মুক্তি পেল, তাও কেন বয়কটের ডাক? কারণ কী? তাদের অভিযোগ গীতার শ্লোক পড়ে, মানুষের গলা কাটা হচ্ছে, এই দৃশ্য হিন্দু বিরোধী। টুইটারে এক নেটিজেন ছবির পোস্টার শেয়ার করে লেখেন, ‘সিনেমাটি সর্বতভাবে বয়কট হোক।
সিনেমাটি সর্বতভাবে বয়কট হোক।
এই সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে ” যদা যদা হি ধর্মস্য ” বলতে বলতে একটি মুসলিমের গলা কাটছে এক হিন্দু। শুধু তাই নয়, একটি মুসলিম মহিলাকে ধর্ষণ করছে এক হিন্দু মাথায় তিলক লাগিয়ে।তাহলে ভাবুন কতোখানি প্রোপাগাণ্ডা ফিল্ম। #BoycottDharmajuddho pic.twitter.com/FdatxlPp5r
— Avro Neel Hindu🕉️🇧🇩 (@avroneel85) August 12, 2022
একজন নেটিজেন টুইট করেছেন, এই সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে ‘যদা যদা হি ধর্মস্য’ বলতে বলতে একটি মুসলিমের গলা কাটছে এক হিন্দুর। শুধু তাই নয়, একটি মুসলিম মহিলাকে ধর্ষণ করছে এক হিন্দু মাথায় তিলক লাগিয়ে। তাহলে ভাবুন কতোখানি প্রোপাগাণ্ডা ফিল্ম।
‘এই স্ক্রিনশট শেয়ার করে রাজ চক্রবর্তী লেখেন, ‘ধর্মযুদ্ধ’-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল?’ রাজ চক্রবর্তী এই ছবিটিকে পুরোটা দেখার অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের।
‘ধর্মযুদ্ধ’-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল? pic.twitter.com/Oa0fkVg98l
— Raj chakrabarty (@iamrajchoco) August 14, 2022
টুইটের পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তী ফেসবুকে লাইভ ভিডিও করে বলেন, ‘ধর্মযুদ্ধ’-এ কোনোও ধর্মকে ছোট করা হয় নি ৷ আগে ‘ধর্মযুদ্ধ’ দেখুন। তারপর ঠিক করুন ছবিটি বয়কট করবেন কিনা৷ অযথা প্ররোচনায় পা দেবেন না’। উল্লেখ্য, এটা প্রথম নয়, কয়েক সপ্তাহ আগেই ‘লাল সিংহ চড্ডা’ নিয়েও উঠেছে বয়কটের দাবি। হৃত্বিক রোশন এই ছবির পাশে দাঁড়ানোর জন্য তাঁর ছবিও বয়কটের হুমকি দেওয়া হয়েছে।