‘আইও রামা, সুনামিতে ভেসে গেছে মোর মামা’! মনে পড়ছে এই কথাটা? কোন ধারাবাহিকের বলুন তো? যারা সিরিয়াল প্রেমী মানুষ হয়ত তারা বুঝতে পারছেন। কিন্তু যারা বুঝতে পারছেন না, তাদের জন্য একটু বিস্তারিত ভাবে ব্যাখা করি। ২০১৪ সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ (Rajlakshmi Kurukshetram)। এই ধারাবাহিকের যে লিড চরিত্র সে একজন দক্ষিণী মেয়ে।
সাবলীলভাবেই দক্ষিণী ভাষায় কথা বলে রাজলক্ষী, ভরতনাট্যম নৃত্যশিল্পীর বেশে সে এসে উপস্থিত হয় কলকাতার একটি মধ্যবিত্ত বাড়িতে। এই দক্ষিণী মেয়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তাঁকে মনে পড়ে? তিনি হলেন, শর্মিষ্ঠা আচার্য (Sarmistha Acharjee)। এই অভিনেত্রীকে মুখ্য চরিত্রে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি। তবে রাজলক্ষী হিসাবে তার অভিনয় দর্শকের বেশ পছন্দ হয়েছিল।
তবে অভিনেত্রীকে দর্শকরা এখন আর টিভির পর্দায় দেখতে পাননা, কিন্তু কেন? অভিনেত্রী তাহলে এখন কী করছেন? অভিনেত্রীকে টিভির পর্দায় দেখা না গেলেও, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। কখনও ভেজা চুলে বিকিনি লুকে, আবার কখনও শাড়ি পড়ে, আবার কখনও শাড়ি পড়ে অন্যরকম লুকে, হট লুকে সকলের সামনে ধরা দিচ্ছেন। জিরো ফিগারের শরীর না হলেও, হালকা মেদ যুক্ত শরীরেই তিনি লাস্যময়ী রূপে ধরা দিচ্ছেন সকলের সামনে।
উল্লেখ্য, শর্মিষ্ঠা আচার্য পড়াশোনা করতে করতেই আসেন অভিনয় জগতে। গৌরিদান ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর অভিনয় যাত্রা। এরপর একে একে ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’, ‘গোপাল ভাঁড়’, ‘মুখোশের আড়ালে’, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘হারানো সুর’ এর মতো ধারাবাহিকে। তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন গৌরিদান এবং ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ ধারাবাহিক থেকে।
View this post on Instagram
তবে শুধু ধারাবাহিক নয়, তিনি কাজ করেছেন সিনেমাতেও। অভিনেতা হিরণ চ্যাটার্জির সাথে ‘ছদ্মবেশী’ সিনেমাতে। এছাড়াও অভিনয় করেছেন, ২০১৭ সালে সুব্রত হালদার পরিচালিত ‘মন শুধু তোকে চাই’ সিনেমাতে। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন, অভিনেতা রোহণ ভট্টাচার্য। এই সিনেমাই ছিল তাঁর প্রথম বড় পর্দার অভিনয়। এমনকি তাঁর ডেবিউ ঘটেছে ওয়েব সিরিজেও। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া হিন্দি ওয়েব সিরিজ ‘বিপিও’ (BPO) তেও তিনি অভিনয় করেছেন।