ধারাবাহিকের কাহিনী যতই ভালো হোক না কেন? সবশেষে একটা ব্যাপার বেশ ম্যাটার করে, সেটা হল টিআরপি। টিআরপি তালিকায় যে ধারাবাহিক বেশ জায়গা করে নিতে পারে তার আয়ু থাকে বেশিদিন। কিন্তু যে জায়গা করে নিতে পারেনা তার আয়ু বেশিদিন থাকেনা। আর এরকমই একটা ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘রামপ্রসাদ’ (Ramprasad) ধারাবাহিক।
এই সিরিয়ালটি টিআরপি তালিকায় তেমন জায়গা করে নিতে পারেনি। আর তাই ধারাবাহিককে এগিয়ে নিয়ে যেতে ধারাবাহিকে আনা হয়েছে নতুন চমক। ধারাবাহিকের নায়ককে বদলে দিয়ে অন্য নতুন মুখ্য চরিত্র আনা হয়েছে। কয়েকদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে রামপ্রসাদ ধারাবাহিক। কিন্তু এর মাঝেই ধারাবাহিকে শুরু হয়েছে নতুন পর্ব।
ধারাবাহিকের মুখ্য চরিত্র রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। আর তাঁর স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুষ্মিলি আচার্য। সুষ্মিলির মাধ্যমিক পরীক্ষা থাকার দরুন অভিনয় করতে পারেননি। আর তাই ধারাবাহিকের কাহিনীতে নতুন মোড় এসেছে। ধারাবাহিকে এসেছে রানী ভবানী। রানী ভবানীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা।
আরও পড়ুনঃ পর্ণার তারকাটা বুদ্ধিতে ‘ইশা’ নাশ, মৃত্যুভয়ে দোষ স্বীকার করে জেলে গেল ইশা, ফাঁস চমকদার পর্ব
এই ধারাবাহিকে তিনি হয়ে উঠছেন মুখ্য চরিত্র। আর তাই ধারাবাহিকের নায়ক-নায়িকা রামপ্রসাদ নয়। ধারাবাহিকের নায়ক-নায়িকা হবে অন্য কেউ এমনটাই শোনা যাচ্ছে। দেখা যাক ধারাবাহিকে কি হতে চলেছে। তবে দর্শকরা মেনে নিতে পারেনি। কারণ প্রথম থেকেই তারা মেনে নিয়েছেন সব্যসাচী আর সুষ্মিলিকে। আর সেখানে যদি অন্য কিছু আসে, তাহলে তো ক্ষুব্ধ হবেনই।
উল্লেখ্য, তিয়াসার কাছে যখন এই ধারাবাহিকের এই চরিত্রের জন্য সুযোগ যায়, তিনি তখন নাকচ করে দিয়েছিলেন। কারণ এটা ছিল ক্যামিও চরিত্র। তারপরে তিনি রাজি হন। পরে বুঝতে পারেন তাঁর চরিত্রটি কিরকম। অনেক দাপুটে চরিত্রে অভিনয় করছেন। সব অভিনেতাই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায়, আর অভিনেত্রীও তাই চেয়েছেন। আর সেকারণেই বেশি করে রাজি হয়েছেন।