অপেক্ষার ইতি কাপুর পরিবারে এল ফুটফুটে রাজকন্যা, কি নাম রাখলেন রণবীর-আলিয়া? রইল নামের অর্থ

আলিয়া ভাট (Alia Bhatt) আর রণবীর কাপুরের (Ranbir Kapoor) অনুরাগীদের দিলেন সুখবর। সবাই অধীর আগ্রহী ছিল এই সুখবরের জন্য। চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর

Saranna

ranbir kapoor alia bhatt became parents know alia's daughter's name meaning

আলিয়া ভাট (Alia Bhatt) আর রণবীর কাপুরের (Ranbir Kapoor) অনুরাগীদের দিলেন সুখবর। সবাই অধীর আগ্রহী ছিল এই সুখবরের জন্য। চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর ও আলিয়া। বছর ঘুরতে না ঘুরতেই জানা গিয়েছিল সন্তান সম্ভাবনার কথা। রবিবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভক্তদের জন্য সুখবর দিলেন। এই খবরে নেট দুনিয়া এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছে।

এক সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছিলেন, তাদের মেয়েই চায়, সেইমতো তাদের ভাগ্য খুলে যায়, মুম্বইয়ের গিরগাঁওয়ের বিলাসবহুল এইচ এন রিলায়েন্স হাসপাতালে জন্ম নিল ফুটফুটে মিষ্টি এক মেয়ে (Baby Girl)। যেমন এই দম্পতি আগে থেকেই চেয়েছিলেন মেয়ে হোক, তেমনই ঠিক করে রেখেছিলেন মেয়ের নাম কী রাখবেন। আর সেই নাম ঠিক করার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। কি নাম রাখলেন রণবীর আলিয়া জেনে নিন।

ranbir kapoor and alia bhatt welcoming their baby girl

আলিয়া-রণবীর তাদের ছবি ‘গলি বয়’-এর প্রমোশনে হাজির হয়েছিলেন ‘সুপার ডান্সার’ রিয়েলিটি শোয়ে। সেখানে এসে এক প্রতিযোগী ভুল করে আলিয়া ভাটকে আলিয়া ভাট বলতে গিয়ে, বলে ফেলেন, আলমা ভুট । আর এই নাম শুনেই আলিয়া বলেন, এটা বেশ ভালো নাম, আমার মেয়ে হলে আমার মেয়ের নাম রাখব, আয়রা ভুট। দুজনের নামের সাথে বেশ মিল রয়েছে। আয়রা নামের অর্থ হল শ্রদ্ধেয়। ইংরাজিতে এই নামের বানান, “Ayra”। দেখা যাক, ভবিষ্যতে কি নাম রাখেন।

তাঁর সন্তান হওয়ার পর, নিজেই ইন্সটাগ্রামে সিংহ-সিংহী ও তাদের শাবকের ছবি দিয়ে এই খুশির খবর শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমাদের জীবনের সেরা খবর। আমাদের বাচ্চা আমাদের কাছে, এবং সে একটি মায়াবী মেয়ে। আমরা অভিভাবক হয়ে আনুষ্ঠানিকভাবে অনেক ভালোবাসার সাথে বিষ্ফোরিত হচ্ছি। রণবীর আলিয়ার তরফ থেকে সকলকে অনেক ভালোবাসা’।

ranbir alia bhatt

এদিন এইচ এন রিলায়েন্স হাসপাতালে সকাল সকাল এসে ঢোকে রণবীরের কালো সুপার সিডান গাড়ি। এছাড়াও বৌমার সঙ্গে ছিলেন ঋষি-পত্নী নিতু (Nitu Singh) সিং, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট। হাসপাতালে ভর্তি করার কয়েক ঘন্টার মধ্যেই তাদের কাছে আসে এই সুখবর। তারা বেশ আনন্দিত হয়েছেন।

× close ad