সন্তানের জন্ম দিলেন আলিয়া, সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন খুশির খবর

বলিউড জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি, রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। বর্তমানে বেশ জনপ্রিয় এই জুটি। আলিয়ার প্রেগনেন্ট হওয়ার খবরে অনুরাগীরা বেশ

Nandini

ranbir kapoor and alia bhatt welcoming their baby girl

বলিউড জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি, রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। বর্তমানে বেশ জনপ্রিয় এই জুটি। আলিয়ার প্রেগনেন্ট হওয়ার খবরে অনুরাগীরা বেশ উৎসাহিত ছিলেন। যদিও শুধু রণবীর আলিয়া নন বলিউডের অনেক সেলিব্রিটিই এই বছর তাদের মাতৃত্বের খবর প্রকাশ করেছেন। বলিউড হোক বা টলিউড হোক তারকাদের খবর নিয়ে অনুরাগীরা বরাবরই উৎসাহিত থাকেন।

সম্প্রতি, অভিনেত্রী আলিয়া নিজের মা হওয়ার খবর প্রকাশ করেছেন। তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অভিনেত্রীর অনুরাগীরা এই খবরে বেশ খুশি হয়েছেন। কাপুর পরিবারে বতমানে বইছে দ্বিগুন খুশির হাওয়া। অভিনেত্রী নিজে তার কন্যা সন্তানের খবর নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে ভালো খবর :- আমাদের সন্তান এসে গেছে………সে একজন ম্যাজিক্যাল কন্যা। আনুষ্ঠানিক ভাবে আমরা ধন্য পিতামাতা!’

Ranbir Kapoor with Alia Bhatt

আজ সকালে অভিনেত্রীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টা পরেই অভিনেত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। অভিনেতা অভিনেত্রী দুইজনেই তাদের সন্তানকে পেয়ে বেশ আনন্দিত। সোশ্যাল মাধ্যমে অভিনেত্রী এই খবর নিজে ভাগ করে নেওয়ার পর তাকে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ????☀️ (@aliaabhatt)


একজন অনুরাগী অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই শিশু কন্যাটি অপর এক শিশু কন্যার মা হয়েছেন’। গত ২৭ শে জুন তারা প্রথম তাদের এই সুখবর অনুরাগীদের দিয়েছিলেন আর সেখানে ক্যাপশন ছিল ‘আমাদের শিশু… শীঘ্রই আসছে।’ আর আজ অর্থাৎ ৬ ই নভেম্বর অভিনেত্রী তার কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবরও ভাগ করে নিলেন আনন্দের সাথে অনুরাগীদের সঙ্গে।

× close ad