Ranga Bou Serial : এখন প্রত্যেকটা চ্যানেলেই দেখা যাচ্ছে, একই রকমের পন্থা। নতুন ধারাবাহিক আসছে, পুরানো ধারাবাহিকের অবসান ঘটছে। ধারাবাহিকের কাহিনী দর্শকদের ভালো লাগছে, দর্শকরা চাইছেন ধারাবাহিকটি থেকে যাক। কিন্তু টিআরপি তালিকায় যেহেতু ধারাবাহিকের নাম নেই সেহেতু তাদের বিদায় নিতে হয় চিরতরে। সম্প্রতি এই তালিকায় নাম রয়েছে জি বাংলার (Zee Bangla) ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়ালটির।
জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘রাঙা বউ’। ১৯ শে ডিসেম্বর ২০২২ এ শুরু হয়েছিল ধারাবাহিকটি। ধারাবাহিকের বয়স এক বছর হতে চলেছে। ইতিমধ্যেই এই ধারাবাহিকটি ৩০০ পর্ব পার করে ফেলেছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরী। এছাড়াও রয়েছেন মানসী সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তী, হৃতজিৎ চ্যাটার্জী, সুচন্দ্রা ব্যানার্জী সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
দুঃখের বিষয় এই ধারাবাহিক খুব শীঘ্রই পর্দা থেকে চিরতরে বিদায় নিতে চলেছে। কয়েকদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল, চ্যানেলের সাথে নির্মাতাদের মতবিরোধ হচ্ছে, আর তাই নির্মাতা যদি গল্পের কাহিনী না বদল ঘটায় , তাহলে ধারাবাহিকটি ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে, তার বদলে আসবে অন্য ধারাবাহিক। আর ঠিক সেটাই হল।
১৬ ই ডিসেম্বর হবে রাঙা বউয়ের শেষ সম্প্রচার। এই জায়গায় ১৮ ই ডিসেম্বর থেকে আসছে নতুন ধারাবাহিক শ্বেতা ভট্টাচার্য-রণজয় বিষ্ণু অভিনীত ‘কোন গোপনে মন ভেসেছে’। এতদিন একসাথে কাজ করার পর সবাইকে বিদায় নিতে হচ্ছে, এই নিয়ে মনখারাপ সমস্ত কলাকুশলীদের।
এই মন খারাপ প্রসঙ্গে শ্রুতি দাস,জানান, ‘সব সিরিয়াল শেষ হলে তো একটা আক্ষেপ থেকেই যায়। কেউ কি চায় প্রজেক্ট বন্ধ হোক। আরও কিছুদিন চললে ভালো হত। এর মানে এটা নয়, বিরাট কিছু না পাওয়া। তবে দারুণ অভিজ্ঞতা। খুব ভালো স্মৃতি নিয়ে শেষ হচ্ছে। এই প্রজেক্ট থেকে অনেক কিছু শিখলাম ‘। মন খারাপ মনে রেখেই চলছে শেষ কয়েকদিনের শ্যুটিংয়ের ব্যস্ততা। অনুরাগীরা আবারও অপেক্ষায় থাকবেন শ্রুতির নতুন কাজের।