অন্যের ষড়যন্ত্রে আর বিপদে পড়া নয়! একেবারে কোমর বেঁধে কূটনী জা’য়েদের শায়েস্তা করলো ‘রাঙা বউ’

প্রতিটা সংসারে যেমন থাকে কূটকাচালি, একে অপরকে সহ্য না করার স্পৃহা, একে অপরের ভালো না লাগা। ঠিক তেমনই প্রতিটা ধারাবাহিকেও এরূপ ঘটনা দেখানো হয়। আসলে

Saranna

ranga bou's pakhi disciplined her sibling in law's in the best way

প্রতিটা সংসারে যেমন থাকে কূটকাচালি, একে অপরকে সহ্য না করার স্পৃহা, একে অপরের ভালো না লাগা। ঠিক তেমনই প্রতিটা ধারাবাহিকেও এরূপ ঘটনা দেখানো হয়। আসলে বাস্তবের প্রতিচ্ছবিই তো পর্দায় দেখানো হয়, শুধু ভালোটা দেখালে বাস্তবের প্রতিচ্ছবি পর্দায় এই ব্যাপারটা ঠিক খাটেনা। ভালো খারাপ দুটো মিশিয়ে যেমন সমাজ, তেমনই ভালো খারাপ মিশিয়েই ধারাবাহিক।

আর তেমনটাই দেখা মিলল জি বাংলার (Zee Bangla) ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকে। একটা সংসারে যে যাকে সহ্য করতে পারে না, তার ভালো কিছুতেই দেখতে পারেনা। রাঙা বউ যখন নতুন বিয়ে হয়ে এল, তখন থেকেই তার দুই জা তাকে সহ্য করতে পারত না। বিয়ের দিন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এখনও সহ্য করতে পারে না। বিয়ের প্রথম দিন থেকেই তাকে মানতে নারাজ দুই জা। সকলের সামনে হেনস্থা করায়।

ranga bou's pakhi tech lesson her sibling in law's

আর তাই তো দেখা যায়, বৌভাতের দিন তাকে এমনভাবে সাজিয়ে সকলের সামনে আনার পরিকল্পনা করে, যাতে তাকে দেখে সকলেই হাসে। সে যেন হাসির পাত্র হয়ে ওঠে। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়, পাখি অর্থাৎ রাঙা বউ তার বুদ্ধিমত্তায় সেই পরিকল্পনা ব্যর্থ করে। এবার তার দুই জা আরও একটি নতুন ফন্দি এঁটেছে। রাঙা বউ খুব সুন্দর রান্না করে। আর তাই তার খাবারে নুন মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করে।

কিন্তু সেই পরিকল্পনাও ব্যর্থ হয়। পাখি তাদের জব্দ করতে বুদ্ধি করে নুন ছাড়াই রান্না করে। ফলে তারা নুন দিচ্ছে যখনই খাবারে নুন হয়ে যাচ্ছে। এই ঘটনায় দর্শকরা বেশ খুশি হয়েছেন। কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি কে। কারণ বেশিরভাগই সিরিয়ালে দেখা যায় মূল চরিত্ররা অন্যের ষড়যন্ত্রে বিপাকে পরে বারংবার।

তবে পাখি যে এত সুন্দর করে বিপাকে পড়ার আগেই নিজের বুদ্ধি খাটিয়ে জা’য়েদের ধরাশায়ী করেছে তা দেখে অবাক দর্শক। এমনিতেও রাঙা বউ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শক পাখির চরিত্রটিকে বেশ পছন্দ করছেন। আর এবার তো পাখির দৌলতে খল চরিত্রদের জব্দ করার এক নতুন পন্থা দেখা গেলো। এই নতুন চমকের ফলাফল দেখা যাচ্ছে টিআরপি তালিকাতে। নতুন হয়েও বেশ ভালো ফলাফল করতে দেখা যাচ্ছে টিআরপিতে। 

× close ad