ভালো গল্প না হলে, পরাণ বন্দ্যোপাধ্যায়-মিঠুন চক্রবর্তী থেকেও চলবে না! মন্তব্য রঞ্জিত মল্লিকের

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেতা হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। কখনো নায়ক, কখনো দাদা, কখনো ছেলে, কখনো ভাসুর, আবার কখনো বাবা কিংবা শ্বশুর। সব চরিত্রেই

Saranna

ranjit mallick said that for a successfull movie story is more importent

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেতা হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। কখনো নায়ক, কখনো দাদা, কখনো ছেলে, কখনো ভাসুর, আবার কখনো বাবা কিংবা শ্বশুর। সব চরিত্রেই তাঁকে দেখা গেছে। তাঁর জীবনের বয়ঃসন্ধির প্রত্যেকটা পর্যায়ে তিনি অভিনয় করেছেন। তাঁকে অনেকেই তকমা দিয়েছেন বেল্ট ম্যান হিসেবে। এটা তাঁর কোনো চরিত্রের নাম নয়, তাঁর সংলাপের জন্যই তাঁর এই নাম।

তিনি অনেক সিনেমাতে অভিনয় করেছেন, অনেক ডায়ালগ দর্শকদের সামনে তুলে ধরেছেন। যা এখনও দর্শকমহলে বেশ বিখ্যাত। তাঁর এই জনপ্রিয় সংলাপগুলো মিম আকারে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সকলেই এই ডায়ালগ দেখে বেশ মজাই পান। বর্তমানে তাঁর এই ডায়ালগ গুলো নতুন সিনেমায় দেখা যায়না। তাঁর অভিনীত আগের অনেক সিনেমায় দেখা মিলেছে।

after 40 years ranjit mallick come back as subhankar sanyal1

 

দীর্ঘ কেরিয়ার জীবনে অনেক ছবিই দর্শকদের উপহার দিয়েছেন। এখনও দিয়ে যাচ্ছেন। মাঝখানে অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তরুণ মজুমদারের অনুরোধে আবারও ফিরেছেন। তারপর থেকেই ছবির উপরে খুবই নজর দেন। সম্প্রতি তাঁকে দেখা যাবে অঙ্কুশ ঐন্দ্রীলা অভিনীত ছবি ‘লাভ ম্যারেজ’-এ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, দেবের পাশে পরান বন্দ্যোপাধ্যায় বা মিঠুন চক্রবর্তী থাকছে, অঙ্কুশের পাশে দেব, এগুলো কি সবটাই দর্শকদের আকৃষ্ট করার জন্য? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘দেব বা অঙ্কুশ এদের সমর্থন করার জন্য যে আমাদের দরকার এমনটা নয়। আমাদের ছাড়াও ওরা সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। আসলে যেটা দরকার, সেটা হল ভালো গল্প।

ranjit mallick said that story is more importent in a movie

আর সেই ভালো গল্পটাকে পড়তে হবে যোগ্য পরিচালকের হাতে। আর তা না যদি হয়, তাহলে রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী বা পরান বন্দ্যোপাধ্যায় থাকলেও কিছু হবেনা। একটা ছবিতে দুই প্রজন্মের মানুষ থাকলেই দর্শকরা আকৃষ্ট হবে। কিন্তু তাই বলে ওদের ছবি হিট হতে গেলে আমাদের দরকার তা বলতে চাই না’।

× close ad