‘গুড্ডি’র পাশাপাশি নতুন অবতারে রণজয়! ‘অনুজে’র নতুন যাত্রায় শুভেচ্ছা অনুরাগীদের

সকলের কাছেই জনপ্রিয় এক অভিনেতা হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। এই অভিনেতা সকলের কাছেই জনপ্রিয়। গুড্ডি (Guddi) ধারাবাহিকে অভিনয় করে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়েছেন।

Saranna

ranojoy bishnu exited for his new experience in behind camera

সকলের কাছেই জনপ্রিয় এক অভিনেতা হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। এই অভিনেতা সকলের কাছেই জনপ্রিয়। গুড্ডি (Guddi) ধারাবাহিকে অভিনয় করে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়েছেন। অভিনয়ের দ্বারা যেমন তিনি সকলের মন জিতে নিয়েছেন, তেমনই তাঁর হ্যান্ডসাম লুক, সুন্দর কথাবার্তা, সুন্দর সুন্দর পোস্ট  সবটাই মানুষকে আকৃষ্ট করেছে। বিশেষ করে আকৃষ্ট করেছে তাঁর আবেগ প্রবণতাকে অনেক মেয়ে তাঁর ফ্যান ফলোয়ার। 

বর্তমানে তাঁকে গুড্ডি ধারাবাহিকে দেখা যাচ্ছে।  তাঁর দৈত্ব সত্তা। একদিকে সে বাবা, অপরদিকে সে ছেলে। এই দুই সত্বার ভারে তিনি ভারমান। দুই রূপকে একজন মানুষ আলাদা আলাদা ভাবে ফুটিয়ে তুলছেন, এই কাজটি করা খুবই শক্ত। একজন গুণী অভিনেতা ছাড়া এটা হয় না। তবে অভিনেতা রণজয় বিষ্ণু যে শুধু ক্যামেরার সামনেই গুণবান তা কিন্তু নন। ক্যামেরার পিছনেও রয়েছে তাঁর অসামান্য গুণ। 

ranojoy bishnu exited for his new experience in back camera work

বৃহস্পতিবার অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও দেখে বোঝা যাচ্ছে গুড্ডির শ্যুটিং সেটে রয়েছেন অভিনেতা। পরিচালক বসে রয়েছে ক্যামেরার সামনে, আর ক্যামেরা সামলাচ্ছেন অভিনেতা। হাতে ক্যামেরা পেয়ে খুব খুশি রণজয়। আসলে অভিনেতা সবরকম অভিজ্ঞতা লাভ করতে চান। ভিডিও পোস্ট করে ভিডিওর ক্যাপশনে লিখেছেন,

‘এই ক্যামেরার পিছনের এই চিত্রগ্রহণের কাজটা  আমার বরাবরই খুব প্রিয়৷ মাঝে মাঝে শুরু হয়ে যায় নিজের ফোন দিয়ে। তাই  যেহেতু তিনি জানতেন আমার এই বিষয়ে আগ্রহ আছে, তাই আজ আমাদের চিত্রগ্রাহক ভালবেসে আমাকে একটা ট্রলি মুভমেন্ট শেখালেন৷ খুবই মজা পেলাম।’’ তাঁর এই পোস্ট দেখে অনেকেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। 

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)


সকলেই লিখেছেন, ভালো কাজ, এগিয়ে যাও। সবাই পাশে আছে অভিনেতার। একজন লিখেছেন, ‘খুব ভালো দ্বিতীয় অপশন করে নিতে পারো’। আর একজন লিখেছেন, ‘তুমি এত ট্যালেন্টেড কি করে, যতই দেখি, ততই অবাক হয়ে যায়’। আবার অনেকে সাবধান করে দিয়েছেন, ভারী ক্যামেরা তুলতে গিয়ে আঘাত না লাগে। 

× close ad