আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানান খবর নানান কিছু জানতে পারি। আর এই সোশ্যাল মিডিয়া থেকেই মানুষ বিনোদনের সাথে পরিচিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পরে। কোনো বিষযয়ে ভিডিও হোক কিংবা ফটো তুলে যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, তাহলে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। আবার এই ভাইরাল হওয়া ছবি বা ভিডিও কোনো মানুষকে একেবারে সবার শীর্ষে পৌঁছে দেয়। যেমন রয়েছে রাণাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)।
আজকের দিনে সবাই রানু মণ্ডলকে (Ranu Mondal) চেনেন। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই তাঁর জনপ্রিয়তা। ২ বছর আগে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন তিনি। রানু মন্ডলের সেই ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হয়ে পরে। এক ডাকে তাঁকে সবাই চেনে। কিন্তু তার বেফাঁস কথাবার্তা আর ব্যবহারে তাকে মানুষ ভুলতে বসেছে। তবে একসময় প্রথম দিকে তাকে নিয়ে দর্শক ভালোই মেতে উঠেছিলেন।
মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আবারও এক ভিডিওয় কিছুদিন আগেই এক বাংলাদেশী ইউটিউবারের সাথে বিয়ের সাজে দেখা গিয়েছিল রানু মণ্ডলকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে রানু নীল রঙের একটি ড্রেস পড়ে একটি যুবকের বাইকের পিছনে বসে রয়েছেন। যুবকটি একটি হিন্দি গানের সাথে লিপসিং করছেন। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, ‘ওমাগো টুরু লাভ।’
আরও পড়ুনঃ পাকা আম দিয়ে ম্যাগি তৈরি, সাথে আবার আমের কুচি! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও
প্রসঙ্গত, রানু মণ্ডল একসময় এতটাই জনপ্রিয় হয়ে যান যে তিনি মুম্বাইয়ে গিয়েও গান করার সুযোগ পান। মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার জন্য তিনি ‘তেরি মেরি’ (Teri Meri) গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। তাঁর গাওয়া এই গান এতটাই জনপ্রিয় হয়ে যায় যে পাড়ার মোড় থেকে চায়ের দোকান, পূজোর মন্ডপ থেকে বিয়ে বাড়ি সব জায়গায় এই গান বাজানো হত। কিন্তু একটা সময় তাঁর নিজের ব্যবহারের জন্য নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন।
কিন্তু ওই যে কথায় আছে সুখ-দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সুখ যেমন আসে দুঃখও আসে পিছু পিছু। আবার দুঃখও যেমন আসে সুখও আসে পিছু পিছু। এখন সেই রোষানল কিছুটা হলেও কমেছে। এখন তাঁর বাড়িতে নিত্যদিন যাচ্ছেন বিভিন্ন ইউটিউবাররা। কেউ কেউ তাঁর সাথে ভিডিও বানাবে বলেই বাংলাদেশ থেকে ভারতে এসেছেন।