লজ্জাও নেই! ঘরেই পটি করেন রানু মন্ডল, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় চর্চায় আরেক নাম বার বার উঠে আসে সে হলো রানু মণ্ডল (Ranu Mondal)। হ্যাঁ সেই বৃদ্ধা মহিলা যে রানাঘাট স্টেশনে ভিক্ষা করছিল গান

Desk

ranu mondal new video viral

সোশ্যাল মিডিয়ায় চর্চায় আরেক নাম বার বার উঠে আসে সে হলো রানু মণ্ডল (Ranu Mondal)। হ্যাঁ সেই বৃদ্ধা মহিলা যে রানাঘাট স্টেশনে ভিক্ষা করছিল গান গেয়ে। আর তার গানের গলা থামিয়ে দিয়েছিল এক পথচারীকে। ওই ব্যক্তি রানু মণ্ডলের গানের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আর দেখতে দেখতে সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে। রানাঘাটের রানু মণ্ডলের রাতারাতি ঠিকানা পাল্টে যায়।

রানু মন্ডলের ভাইরাল ভিডিও (Ranu Mandal Viral Video)

রানাঘাট স্টেশন থেকে তাকে মুম্বাইয়ের গানের স্টুডিওতে জায়গা করে দেন বলিউডের জনপ্রিয় গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়া। হিমেশ রেশমিয়ার সাথে একত্রে গান রেকর্ড করে ফেলেন রানু মণ্ডল। তার গান রমরমিয়ে সেবারের প্রতিটি পুজো মন্ডপেও বাজতে থাকে ক্রমাগত । কিন্তু তার গানকে হঠাৎ করেই মানুষ ভুলতে বসেছে । আজ আবার রানু মণ্ডলের ঠিকানা রানাঘাট স্টেশন হয়েছে। কারণটা অবশ্য রানু মণ্ডল (Ranu Mondal) নিজেই । তার জনপ্রিয়তা শুরুর পর থেকেই এখনও পর্যন্ত কিছু ইউটিউবার ছুটে যান তার বাড়ি তার সাথে আড্ডা দিতে। আর রানু মণ্ডল কিছুটা উন্মাদের মতোই কখনো তাদের দিকে ঝাড়ু হতে ছুটে আসেন মারতে । কখনোবা জিনিস ছুড়ে মারেন।

ranu mondal new video viral

এই সব আজব ব্যবহার করেন আর তার সাথে থাকে তার বিস্ফোরক কিছু মন্তব্যের তালিকা। কখনো জনপ্রিয় অভিনেতার অমরেশপুরির তার বাড়িতে আসার কথা বলেন আবার কখনও বলে বসেন হিমেশ রেশমিয়া তার বাড়ির পিছনে বালি তুলতে আসতেন। তার এই সমস্ত কথাবার্তা শুনে নেটিজেনদের মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম হয় । রানু মণ্ডলের এই ধরনের পাগলামি কথাবার্তা ও অতিরিক্ত আত্ম অহংকার তাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে দিয়েছে।

এবার রানু মণ্ডলের আরেকটি ভিডিও সামনে এসেছে যা দেখে দর্শকের হেসে হেসে পেট ফেটে যাওয়ার উপক্রম হয়েছে । ভিডিওতে সে জানায় একবার বাথরুমে তার দরজা আটকে গিয়েছিল আর সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই তারপর থেকে ভয়ে সে বাথরুমে আর যায় না । ঘরের মধ্যেই প্রাতকর্ম সারে । আর তারপর জল ঢেলে দেয়। তার এই কথা শুনে সকলে হেসেই খুন। এটা কোনো সুস্থ মানুষ করতে পারে? এমনটাও বলেছেন অনেক ।google news logo

× close ad